হত্যা করেছি নিজেকে...এখন শুধু পাপ বয়ে বেড়াচ্ছি
ভেবেছি কতবার ছুড়ে ফেলে দেব
হৃদয়ের মাঝে জমে থাকা সব স্মৃতি।
অতীত মুছে ফেলে সেখানে টাঙিয়ে দেব
ধবধবে সাদা রঙের সুদীর্ঘ ক্যানভাস।
ভেবেছি কতবার নিজেকে হারাব চিরতরে যেন
কখনই ফিরে না পাই পুরানো আমাকে
পৃথিবীর প্রয়োজনে নতুন করে
গড়ব নিজেকে যন্ত্রের মত করে।
ভেবেছি কতবার কখনও আমি
স্বপ্ন দেখব না, কষ্ট পাব না
চোখের কোনায় জমে থাকা জল
টিকে থাকবে কেবল অভিধানের ভেতর।
ভেবেছি কতবার, ভেবেছি কতকিছু
পেয়েছিও অনেক, বহু অর্জনে
তাই পরিপূর্ণ হতে চলেছে আমার
বহু তপস্যার আমি; যন্ত্রমানব।
কবিতাটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ:- আরিফ উদ্দিন ও তাঁর বন্ধু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।