কর্মশালার নামে সরকারি খরচে স্ত্রী-কন্যাকে নিয়ে বিদেশ ভ্রমণে গেছেন সরকারের দুই পদস্থ কর্মকর্তা। তাঁরা হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান। গত ২৩ আগস্ট তাঁরা অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অস্ট্রেলিয়ার পর তাঁরা নিউজিল্যান্ড যাবেন। আগামী ৩ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা। আবু আলম মোহাম্মদ শহীদের সঙ্গে তাঁর স্ত্রী নারগিস বেগম, ওয়াহিদুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রী সুফিয়া খাতুন এবং কন্যা বদরুন্নাহার দীনা রয়েছেন। ওয়াহিদুর রহমানের একমাত্র ছেলে নাহিদ রহমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়াশোনা করেন। নিউজিল্যান্ড যাওয়ার সময় নাহিদও মা-বাবার সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। সারা দেশের রাস্তাঘাট বেহাল রেখে ও সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে প্রধান প্রকৌশলীর এ বিদেশ ভ্রমণের ঘটনায় এলজিইডিতে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিস্তারিত পড়ুন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।