থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে পরিচিত ফেসবুক-এ ব্যক্তিগত স্টাটাস দএয়ার অজুহাতে [ পড়ুন অপরাধে ] বিচারপতি কালা মানিক আর গোবিন্দা দাদা জনৈক ব্যক্তিকে সেই স্ট্যাটাস লেখার কারনে অপরাধী হিসাবে দেখে তার প্রতি রুল জারি করেছিলেন। এইবারে দেখা যাচ্ছে বিচারপতি কালা মানিক গোবিন্দাদের নেত্রীই স্বয়ং বিএনপি-র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মৃত্যু কামনা করেছেন। তাও সেই মৃত্যু কামনা করা হয়েছে সংসদে। [ সংবাদ এইখানে] এইবারে দেখা দরকার তথাকথিত সংবেদনশীল মনের অধিকারী [অবিবেচক ও অ-বিবেকবান] এই বিচারপতিদ্বয় কি করেন? আমরা অপেক্ষায় থাকলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।