লেখা পড়তে এবং মন্তব্য করতে ভালবাসি কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে । দলমত নির্বিশেষে সবাই কোটা পদ্ধতি সংস্কারের পক্ষে মত দিয়েছেন ।কিন্তু বিধিবাম স্বয়ং প্রধানমন্ত্রী কোটার পক্ষে অবস্থান নিয়েছেন শুধু তাই নয় তিনি কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের শনাক্ত করে সব ধরনের চাকরিতে অযোগ্য করার ঘোষণা দিয়েছেন !! যেহেতু ঢাবি ছাত্ররাই বেশি অংশ নিয়েছেন সুতরাং তারা সরকারি চাকরিতে একরকম নিষিদ্ধই হয়ে গেলেন । বৃহস্পতিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেওয়া সূচনা বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, কোটা প্রথা নিয়ে আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।যারা ভাঙচুর করেছে তারা কখনোই চাকরি পাবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।