আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল সফল: জামায়াত

বুধবার রায়ের পর বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল ডাকে জামায়াত। তবে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার কারণে হরতাল বিকালে শেষ করে দলটি।
দলের সাবেক আমির গোলাম আযমের রায়কে কেন্দ্র করে মঙ্গল ও বুধবারও হরতাল ডেকেছিল জামায়াত।
বৃহস্পতিবার হরতাল শেষে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, “সরকার জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে।
“আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা সব মামলাই মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সরকার পক্ষ অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারপরও মাননীয় আদালত জামায়াতের সেক্রেটারি জেনারেলকে ফাঁসির আদেশ দিয়ে চরম জুলুম করেছেন। ”
অপহরণ, নিযার্তন ও হত্যাসহ একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে বুধবার মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশবাসী হরতাল ‘পালন’ করে এ রায় ‘প্রত্যাখ্যান’ করেছে বলে দাবি করেন রফিকুল ইসলাম।
তবে হরতালের পর নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেননি জামায়াত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.