মন ভাল নেই... নির্বাচকদের চেয়ে দল গড়ায় বোর্ড সিনিয়র ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেওয়াতেই ডুবতে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে। একই সঙ্গে ক্রিকেটের চেয়ে ভারতীয় বোর্ড ব্যবসায় বেশি উত্সাহী বলে অভিযোগ করছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল।
তিনি বলেছেন, “বোর্ডই সিনিয়র ক্রিকেটারদের বেশি কথা বলার সুযোগ দিয়েছে আর তার জন্য নির্বাচকদের ভূমিকা গৌণ হয়ে গিয়েছে। তা ছাড়া মনে হয় না নির্বাচকরা ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের হয়তো মনে হয়েছিল, টিম দারুণ, যতটা পারা যায়, সময়টা উপভোগ করা যাক।
এরাই জিতিয়ে দেবে। ”
তবে ভারতকে ইংল্যান্ডের মাঠে ক্লান্ত দেখেছেন ’৭১-এ ইংল্যান্ড সফরে সিরিজ জয়ী অধিনায়ক অজিত ওয়ারেকার। তাঁর মতে, ভারতীয় দলকে ক্লান্ত এবং অবসন্ন দেখিয়েছে, প্রস্তুতির ক্ষেত্রেও ঘাটতি ছিল। বলেছেন, “বিশ্বকাপ জয় উপভোগ করার সুযোগই পায়নি ক্রিকেটাররা। পরপর খেলতে হয়েছে আইপিএল, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ।
ক্রিকেটাররা খুবই ক্লান্ত ছিল, ওদের দেখে সেটা বোঝা যাচ্ছিল। ”
তার মতে, একটা মাত্র প্রস্তুতি ম্যাচ খেলাটাও খারাপ ফলের একটা কারণ, “বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে হয়তো মনে হয়েছিল, ইংল্যান্ডকে সহজেই হারানো যাবে। কিন্তু ইংল্যান্ডের প্রস্তুতি ছিল একেবারে নিখুঁত। ”
আবার চ্যাপেলের মতে, আন্তর্জাতিক পর্যায়ে ভাল ফল করার একটাই উপায়। উপযুক্ত পরিকাঠামো এবং ভাল নেতা, “এমন একটা সিস্টেম দরকার, যেখানে ভাল জাতের প্রতিভাবান ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটার নিয়মিত তৈরি হয়।
তা হলেই ভাল নেতা তৈরি হবে এবং কাজ হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে আপনি টেস্ট, ওয়ান ডে না টি-টোয়েন্টি খেলছেন, তাতে কিছু এসে যায় না। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।