স্পট ফিক্সিংয়ের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নষ্ট হওয়া ইমেজ পুনরুদ্ধারে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া চেষ্টার কমতি রাখছে না।
ইমেজ উদ্ধারে ভারতীয় বোর্ড এবার সাবেক অধিনায়ক সৌরভ গাঙুলি এবং সদ্য অবসরে যাওয়া ক্রিকেটার তথা ‘ভারত রত্ন’ শচিন টেন্ডুলকারের দ্বারস্থ হয়েছে।
চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল-এর সপ্তম আসরের আগে বিসিসিআই ‘ক্লিন আইপিএল’ নামে একটি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে। আর এতে সৌরভ গাঙুলি ও শচিন টেন্ডুলকারের মত পরিষ্কার ইমেজের ক্রিকেটারদের সম্পৃক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
বিসিআিই’র একটি সূত্র বলেছেন, আমরা চাইছি আইপিএল-এর গুরুত্বটা বোঝানোর জন্য তারকা ক্রিকেটাররা তাদের আঞ্চলিক ভাষায় টিভি বিজ্ঞাপনে অংশ নিক।
আমরা শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে নিজেদের আটকে রাখব না। এই প্রচারাভিযানে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলবেন তারকা ক্রিকেটাররা।
পত্রিকাটির রিপোর্ট অনুযায়ী শচিন টেন্ডুলকার মারাঠি ভাষায় এবং সৌরভ গাঙুলি বাংলা ভাষায় কথা বলবেন টিভি বিজ্ঞাপনে।
সূত্রটি বলেছেন, স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে অবশ্যই খেলাটির ইমেজে বড় ধরনের আঘাত করেছে। আমরা চাইছি, চলতি বছরের টুর্নামেন্ট শুরুর আগেই গত বছরের ঘটনাগুলো ক্রিকেট ভক্তরা ভুলে যাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।