আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় অকবিতাঃ রাতজাগার কুফল

জীবনের জন্যই এই সব কথামালা ১. জেগে আছি রাত প্রহরী জেগে আছি রাত-ভোর ইসটিশানের দেয়াল হেলানে জেগে আছি রাত ঘুর... জেগে আছে উত্তাল শাহবাগ অভিমানি ধর্মপুর, মাটির বালিশে কান পেতে জেগে আছি রাতদুপুর! বখে যাওয়া ইথারে কান পেতে জেগে আছে সপ্তসুর বিষের পেয়ালায় চুমুক সম্মুখে জেগে আছে পৃথিবী করিডোর। । ২. পশ্চিম আকাশে খসে পড়ে চাঁদ কার দুঃখভারে? বুকের মধ্যে শেষ রাতের দাগ স্তব্দ বিষাদ বয়ে চলে, প্রণয়ের ক্ষণ পেরিয়ে গেলে পৃথিবী লম্পটবিহীন। আমাদের আদি সংসারে মানে কেরোসিন ফুরানো পর্ব দ্বিধান্বিত সময় পেরিয়ে নিঃশেষে প্রবল তৃষ্ণায় জিভ পুড়ে যায় সময় সবই কুড়ে খায়। সূর্য উকির সাথে বসন্ত আসে ঘাসে-ফুলে উদ্ধত দিন; মুছে যায় দৃশ্যমান ক্ষত - বিষাদ মানেই ক্ষত মন মন্দির।

। ৩. অগোচরে চোখে জল বুক ভরে নীল রক্তে ক্ষত হাতে গোলাপ ঝিঝি পোকাকে বলো ভালোবাসার নাচন। জন্মান্ধ সময়ে স্পন্দন ভ্রান্তি ইচ্ছে বিলাসে কুয়াশা পৃথিবী পর ক্লান্ত পাখিদের কন্ঠ বিরহী সু্রের ফ্রেম। নিসংগ বন্দরে নগ্ন পা রৌদ্ররেখা জলের বাধ লালিত ঘৃণায় রেনুর বাধ বুনো মোষের পদধ্বলি পিছু ফেরাও জীবন। ৪. দু হাত ভরে আছে ভুল বিশ্বাসে দু হাত ভরে আছে ভুল প্রার্থনা সময় বিভাজন করে সত্যি বাঁচা ভুল মানুষের দীর্ঘ আনাগোনা; জীবন খুড়িয়ে চলে ভিন্ন পথ চৌকাঠে ঝুলে থাকে স্বপ্নকঙ্কাল আগামীর পথে লৌকিক খড়গ অতীত টুকেছে যত দেনা! ৫. ভাঙা জানালায় উকি দিয়ে রোদ ঢুকে যায় নিয়ত নিসঙ্গতার কাছে এ বড্ড প্রহসন।

একলা থাকার ঘোর আয়োজনে নগ্ন হাত ফ্রেমবন্দি রাখে বিষাদপুরী মানুষের মন। । ৬. মনে পড়ে পথের মধ্যখানে পড়ে থাকা এক টুকরো শক্ত মাটি শৈশব ক্রোধে লাথি মেরেছিলাম সজোরে আজ সেই টুকরো খানি খুঁজে ফিরি - ক্ষমা চাইতে হবে আরেক বিকেলে। যার অভিশাপে এতোটা বছর পার হয়ে হন্যে হয়ে ঘুরি আমি ঠিকানাবিহীন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।