আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা তাদের মত করে একাÍতা প্রকাশ করছেন। বলিউড তারকাদের পাশাপাশি দিল্লির মডেল তারকা সেলিনা ওয়ালি খানও তার একাত্মতার কথা ঘোষণা করেছেন। তবে তিনি তার মত করে এই একাত্মতার বিষয়টি জানান দিয়েছেন। তিনি বলেছেন, আন্না হাজারে ও তার দল প্রস্তাবিত জান লোকপাল বিলটি যদি সরকার পাস না করে তাহলে তিনি নগ্ন হয়ে নাচতে শুরু করবেন। সেলিনা গণমাধ্যমকে বলেছেন,
তিনি নিজেই দুর্নীতির শিকার।
এজন্যই তিনি রামলীলা ময়দানে অনশনরত আন্না হাজারেকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার এই সিদ্ধান্ত নিছক প্রচার পাওয়ার জন্য নয়। যেসব মডেলরা লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য নানা ছলের আশ্রয় নেয় আমি তাদের মত কেউ নই। আমি এটা বিখ্যাত হওয়ার জন্য করতে চাইছি না। আমি করছি জনগণের জন্য।
’ তিনি দিল্লি পুলিশের সমালোচনা করে উল্লেখ করেন, একটি অশ্লীল ভিডিওর কথা বলে কিছু লোক তাকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলেও পুলিশ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেনি। তার মতে, আন্না হাজারে একজন ভালো লোক। তিনি জনস্বার্থে কাজ করে চলেছেন। সেলিনা বলেন, তার রেশন কার্ডটি পাওয়ার জন্য একজন সরকারি কর্মকর্তাকে তার পাঁচ শ’ টাকা উৎকোচ দিতে হয়েছে।
তিনি বলেন, এটা একটা উদাহরণ মাত্র। তার জীবনে তাকে আরো অনেক দুর্নীতির মুখোমুখি হতে হয়েছে।
তিনি বলেন, ‘আজকের দিনে সরকারি কর্মকর্তাদের উৎকোচ দিয়ে ভূয়া কাগজপত্রের আশ্রয়ে একজন লোক একটি পাসপোর্ট পেতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে যার পাসপোর্ট প্রয়োজন তিনি পাচ্ছেন না। উৎকোচ না দিয়ে সরকারি পর্যায়ে কোনো কাজই করানো যায় না।
আন্না হাজারের বিলটি এসব দুর্নীতির বিরুদ্ধে। তাই তাকে আমি সমর্থন জানাচ্ছি। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।