আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চম দিনে গড়াল আন্নার অনশন

ভিতরে গিয়ে পড়তে না চাইলে এই লিংকে ক্লিক করুন। পঞ্চম দিনে গড়াল আন্না হাজারের দুর্নীতি বিরোধী অনশন। ৪২ বছর ধরে যে বিল নিয়ে কথা হচ্ছে কিন্তু পাশ হয়নি, সেই বিলকে পাশ করানোর দাবিতে আন্না হাজারে তার অনশন আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। লোকসভায় শক্তি শালী জন লোকপাল বিল পাশ করানোই এখন আন্নার একমাত্র লক্ষ্য। আগামী ৩০ আগস্ট এর মধ্যে লোকপাল বিলে সংসদের পাশ করানো দাবি জানিয়েছে আন্নার সমর্থকরা।

তিহার জেল থেকে বেড়িয়ে শুক্রবার থেকে দিল্লির রামলীলা ময়দানে আন্নার অনশন চলছে। ৭৩ বছর বয়সী এই গান্ধিবাদী নেতা বলছেন, আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ রা একে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত বলে বর্ণনা করছে। এখন দেখবো কয়েকদিন পর আমাদের আন্দোলনকে পাকিস্তানের মদত পুষ্ট বলে উল্লেখ করবে। ভারতের যুব সমাজ আন্নার আন্দোলনের প্রতি ব্যাপক হারে সমর্থন দিয়েছে। আন্না যুব সম্প্রদায়ের এমন সমর্থনে উৎসাহিত হয়েছেন বলে জানান।

আন্না বলেছেন, অনশনে আমার ওজন ৩ কেজি হ্রাস পেয়েছে সত্যি কিন্তু আমার উৎসাহ আগের চেয়ে ১০ গুন বেড়েছে। আন্না হাজারে বলেন, আমরা লোকপাল বিল নিয়েই শুধু বসে থাকবো না। আমরা নির্বাচন পদ্ধতিরও সংস্কার চাই। কৃষকের স্বার্থে ভূমি আইনের সংস্কার চাই। লোকপাল বিলের পর আমরা কৃষকের অধিকার নিয়ে লড়াই করবো।

আন্না হাজারে বলেন, দেশ স্বাধীন হয়েছে ৬৪ বছর। কিন্তু প্রকৃত স্বাধীনতা আসেনি। সাদা চামড়ার জায়গা কালো চামড়ার লোক বসেছে। সাদারা যেভাবে আমাদেরকে শোষণ করে খেয়েছে, আমাদের ওপর লুটপাট চালিয়েছে। একই ধরনের লুটপাট চালাচ্ছে বর্তমান কালের মন্ত্রী আমলারা।

এদিকে দেশব্যাপী আন্না হাজারের গ্রেফতারের প্রতিবাদে যে বিরোধ প্রদর্শন হয়েছে তার পিছনে বিজেপি ও আর এস এস এর ইন্ধন আছে বলে সন্দেহ পোষণ করছে শাসক কংগ্রেস দলের নেতারা। আন্না হাজারের সমর্থকরা সরকার এহেন ভিত্তিহীন সন্দেহ পোষণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। শাসক দলের কথা বর্তা শুনে আন্না হাজারে বলেন, ” যারা এই আন্দোলনকে বিজেপি আর এস এস ইন্ধন বা মদত আছে বলে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে তাদের মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন। নাগরিক সমাজের সদস্য প্রশান্ত ভূষণ বলেন, আর কতদিন সরকার জন লোকপাল বিল পাশ নিজে গড়িমসি করবে? আন্নাহাজারে প্রধান সঙ্গী অরবিন্দ কেজিরিওয়াল বলেন, আমরা সরকারের সাথে জন লোকপাল বিল নিয়ে কথা বলতে রাজি । কিন্তু সরকার থেকে এ ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না।

আন্নার সঙ্গীরা বলছেন , আমরা কোনো ব্যক্তির মুক্তিপণ নিয়ে তো কথা বলছি না। আমাদের সাথে কথা বলতে সরকারের এত ভয় কিসের। গণতান্ত্রিক সমাজে প্রতিটি মানুষের আন্দোলন করা অধিকার আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।