আমাদের কথা খুঁজে নিন

   

জেনে রাখুন মজিলার শর্টকাট

নিয়ম মেনে চলুন। (সকল নিয়ম বানানু হ্য় ভাঙ্গার জন্য) ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য মজিলা ফায়ারফঙ্ সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। কিছু শর্টকাটের মাধ্যমে এ ব্রাউজারে আরো দ্রুত কাজ করা সম্ভব। পেইজ ব্রাউজ করার জন্য কাজে আসবে নিচের শর্টকাটগুলো ওয়েবপেইজের নিচের দিকে আসতে চাইলে ঝঢ়ধপব নধৎ পেইজের ওপরের দিকে আসতে চাইলে Shift + Space bar ওয়েবপেইজে কোনো কিছু খুঁজতে চাইলে Ctrl + F পরের শব্দ খুঁজতে চাইলে Alt + কোনো কিছু বুকমার্ক করতে চাইলে Ctrl + D নতুন ট্যাব খুলতে চাইলে Ctrl + T সরাসরি সার্চ বঙ্ েযেতে চাইলে Ctrl + K সরাসরি অ্যাড্রেস বারে যেতে চাইলে Ctrl + L লেখা বড় করতে চাইলে Ctrl + = লেখা ছোট করতে চাইলে Ctrl + – ট্যাব বন্ধ করার জন্য Ctrl + W রিলোড অথবা রিফ্রেশের জন্য F5 হোমপেইজে যেতে চাইলে Alt + Home শর্টকাটে ওয়েব ঠিকানা লেখা ব্রাউজারের অ্যাড্রেস বারে ঠিকানা লেখার সময় শর্টকাটে ডট কম বা ডট নেট লেখা যায়। ধরুন, আপনি কালের কণ্ঠের ওয়েবসাইট ভিজিট করতে চান।

ব্রাউজারে কেবল kalerkantho লিখে দিলে কোনো ওয়েবসাইট আসবে না। এর আগে www এবং পরে .com দিয়ে ওয়েবসাইটটি ভিজিট করা যাবে। তবে শর্টকাটে শুধু kalerkantho লিখে Ctrl + Ente চাপলে আগের ডাবি্লউডাবি্লউডাবি্লউ এবং পরের ডট কম স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে। .net ঠিকানার ওয়েবসাইট ভিজিট করার জন্য ওয়েবসাইটের ঠিকানা লিখে Shift + Enter এবং .org-এর জন্য Ctrl + Shift + Enter চাপতে হবে। ট্যাব নেভিগেশন আগের ট্যাব অথবা পরের ট্যাবগুলোতে নেভিগেট করতেও বেশ কিছু শর্টকাট রয়েছে।

সামনের ট্যাবে যেতে চাইলে Ctrl+Tab এবং পেছনের ট্যাবে যেতে Ctrl+ Shft+Tab চাপতে হবে। যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে, তাহলে ১ থেকে ৯ নম্বর ট্যাবে যাওয়ার জন্য Ctrl চেপে ট্যাব নম্বরটি চাপুন। যদি আপনি ৫ নম্বর ট্যাবটিতে একবারে যেতে চান, তবে Ctrl চেপে ৫ চাপুন। সংগৃহীত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.