পাক্ষিক আনন্দধারা থেকে নৈতিক কারণে চাকরিচ্যুতির কয়েক সপ্তাহের মধ্যেই অরুণ চৌধুরীকে পুনর্বাসিত করলো চ্যানেল আই। সম্প্রতি তিনি চ্যানেলটিতে যোগ দিয়েছেন। তার এই নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাকে নিয়োগ দিয়ে খোদ চ্যানেল আইয়ের ইমেজ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
গত মাসে একটি ভিডিও ক্লিপ বাজারে ছড়িয়ে পড়ার অব্যবহিত পরেই আনন্দধারা থেকে অরুণ চৌধুরকে সরিয়ে দেয়া হয়।
তার এই অপসারণের খবর প্রথম বার্তা২৪ ডটনেটই প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের একদিনের মাথায় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার তার অব্যাহতির খবর গুরুত্বসহ প্রকাশ করে। ওই দুই পত্রিকার খবরে বলা হয়, অরুণ চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। এবং কেউ তার সঙ্গে যোগাযোগ করলে তা নিজ দায়িত্বে করার কথা বলা হয়।
চাকরিচ্যুতির পর সার্বিক দিক থেকে একঘরে হয়ে যান অরুণ চৌধুরী।
সবদিক থেকে বিপর্যস্ত হয়ে ওঠে তার জীবন। অনেক কষ্টে তিনি নিজের সংসার ও সন্তানদের সন্তুষ্ট করতে পারলেও তার ইমেজ পুনরুদ্ধার করতে পারেননি। অনেক চ্যানেল এখন তার নাটক প্রচারে অস্বীকৃতি জানাচ্ছে। এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। তার ভিডিও ক্লিপকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়, তার খেসারত দিতে হচ্ছে প্রভাকে এখনো।
তার সংসার ভেঙেছে, কোনো চ্যানেলের নাটকেও তাকে আর দেখা যাচ্ছে না। সার্বিক দিক থেকে শেষ হয়ে গেছে তার ক্যারিয়ার।
বার্তা২৪.নেট এ সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে। বিস্তারিত দেখুন:
লুম্পেন অ. চৌধুরী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।