'নিভৃত নয়নে যা ধরা পড়ে দৃশ্যপটে,স্মৃতি করে রাখব তারে আমার এই আতসকাচে ।।' একজন শখের চিত্রগ্রাহক জ্যোতির্বিদরা বিশ্ব ব্রক্ষ্মাণ্ডের বহত্তম এবং সবচেয়ে দূরবর্তী একটি পানির মজুদ আবিষ্কার করেছেন । ম্যাট ব্রাডফোর্ডের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার ট্যাকনোলজি ইন্সটিটিউটের একদল জ্যোতির্বিদ ৩০ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরের কোয়াসারে এ পানির মজুদ দেখতে পেয়েছেন । আশ্চর্যের বিষয় এ পানি বিশ্বের সব মহাসাগরের সম্মিলিত পানির চেয়ে কমপক্ষে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি এবং এ কোয়াসার সূর্যের চেয়ে এক লাখ গুণ বড় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।