আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক থেকে ৯৫৩ টা ফ্রেন্ড ডিলেট করলাম !!

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। ফেসবুক থেকে ৯৫৩ টা ফ্রেন্ড ডিলেট করলাম !! বিশ্বাস করেন ভাই সত্যি ডিলেট করসি। এখনো আরো কিছহু করা বাদ আছে।

পরশু রাত এ করা শুরু করসি। আজকে সকাল পর্যন্ত এত্তগুলা ডিলেট। আমি ২০০৭ এ যখন ফেসবুক খুলি। বুইজ্ঝা না বুইজ্ঝা ফ্রেন্ড এড কইরা ১৫৮০ টা ফ্রেন্ড হইসিল। বিরক্ত ।

এখন মনে হইতেসে কি আজাইরা কামডাই না করসি । গত ৩/৪ দিনের অভিযান শেষে এখন আমার ফ্রেন্ড সংখ্যা ৬২৭। এদের মধ্যে রয়েছে স্কুল-কলেজ-ভার্সিটি আর আত্মীয় স্বজনরা। আর হাতে গনা ৫/৬ জন যাদের সাথে ভালো পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে অচেনা অতিরিক্ত ফ্রেন্ড রাখা একটা ঝামেলা।

হুদাই বাল ছাল গ্রুপ এ এড করে । যাই হোক এখন শান্তি। পোস্ট শেষ । আমার সোনার বাংলাদেশ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.