*Driver Genius একটি শক্তিশালী ড্রাইভার ম্যানেজার! যে কয়েকটি মাউস ক্লিক এ আপনার ড্রাইভার আপডেট,পুনরুদ্ধার ,ব্যাকআপ করতে পারেন।
**Backup Drivers: Driver Genius দ্বারা আপনার সিস্টেমে ইনস্টল করা সকল ড্রাইভার দ্রুত সনাক্ত ও ব্যাকআপ করা সম্ভব.
**Restore Drivers: আপনার অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করলে আপনার ড্রাইভার গুলো আর নতুন করে ইন্সটল করার কোন দরকার নাই। শুধু একটা ক্লিক এর মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সব ব্যাকআপ করা ড্রাইভার ইনস্টল করতে পারবেন। আপনি কমান্ড মোডে ড্রাইভার সাইলেন্ট ইনস্টল করতে পারেন।
**Update/Search Drivers:এখনও আপনি একটি পুরনো ড্রাইভার অথবা বেটা সংস্করণ ড্রাইভার ব্যবহার করছেন? এই ত্রুটিপূর্ণ ড্রাইভারের প্রায়ই কম্প্যাটিবিলিটি সমস্যা সৃষ্টি করে এবং সিস্টেম বিপর্যের এক প্রধান কারণ।
একটি উপযুক্ত ড্রাইভার দ্বারা 50% বা আরও বেশি হার্ডওয়্যার উন্নত করতে পারেন। Driver Genius এর ডাটাবেসে 30,000 টিরও বেশি মাদারবোর্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, নেটওয়ার্ক কার্ড, মডেম, মাউস, কীবোর্ড, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি এর তথ্য রয়েছে। Driver Genius প্রয়োজন মত শনাক্ত করতে পারে কোন ড্রাইভার টির আপডেট দরকার
**পেনড্রাইভ , ক্যামেরাসহ নানা রকম ইউএসবি র ড্রাইভার ইন্সটল করে।
** Uninstall Drivers: অনেক সময় হার্ডওয়ার রিমুভ করলে বা ড্রাইভার আনইন্সটল করলে ড্রাইভারের অংশ বিশেষ থেকে যেতে পারে। ড্রাইভার জিনিয়াস এই অপ্রয়োজনীয় ড্রাইভার সনাক্ত করে , আনইন্সটল করতে পারে।
ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?ega0tn96aq1lc5o ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।