আমাদের কথা খুঁজে নিন

   

Driver এর সমস্যা আর না আর না!



আমাদের সবারই ঘরে কম্পিউটার আছে। অনেক সময় দেখা যায় কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেকোন কারনে পরিবর্তন করতে হয়। কিন্তু সমস্যা হল কম্পিউটারের ড্রাইভার সিডিটি হারিয়ে গেছে। এটা এখন কোন সমস্যা না। কারন আজ একটি সফ্‌টওয়ার নিয়ে আলোচনা করবো যেটি রান করলে সব হার্ডওয়ারের নাম এবং আপডেট ড্রাইভার এর লিংক দেখাবে।

আর উক্ত লিংক থেকে নিদিষ্ট হার্ডওয়ারের ড্রাইভার সফ্‌টওয়ারটি ডাউনলোড করা যাবে। এই সফ্‌টওয়ারটির নাম Device Doctor. এই লিংক থেকে ডাউনলোড করুন। এটি সম্পূর্ন ফ্রিওয়ার। ব্যবহার পদ্ধতি: ১. সফ্‌টওয়ারটি ডাউনলোড করে সেটাপ করে নিন। এরপর এটি রান করুন ২. ইন্টারনেট থাকতে হবে ৩. এর উপরের উইন্ডোতে Begin Start বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করলে নিচের উইন্ডোতে নিদিষ্ট ড্রাইভারের নাম দেখাবে ৪. প্রতিটি ড্রাইভারের নামের আগে Download Update বাটন আছে ৫. যেই ড্রাইভাটি ডাউনলোড / আপডেট করতে হবে তার নামের আগে Download Update বাটনে ক্লিক করলে ড্রাইভারটির ডাউনলোড পেইজ আসবে ৬. এবং উক্ত পেইজ থেকে তা ডাউনলোড করা যাবে।

৭. ডাউনলোড শেষে তা সেটাপ করলে হবে। আরো দেখুন এখানে। কোন সমস্যা হলে জানাবেন। পারলে মন্তব্য করুন। ধন্যবাদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।