দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! যারা ব্লগে আসেন, মোটামুটি ফেসবুকের সব ইভেন্টের কথায় জানেন। তবুও কেউ যদি জেনে না থাকে সে উদ্দেশ্য এইটা লিখা। মার্চ মাসেই তিনটা চমৎকার ইভেন্ট রয়েছে ফেসবুকে, যা একদিকে চমৎকার আরেকদিকে অতীব দরকারি! সবচেয়ে বড় কথা ঘরে বসে থেকে আপনি এই ইভেন্টে ভূমিকা রাখতে পারবেন।
২৩ শে মার্চ রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত পালিত হবে হরতালের প্রতিবাদে ফেসবুকে হরতাল! রাজনৈতিক দল গুলো নিজের ইচ্ছা মত হরতাল দেয়, হরতালে ভাঙচুর করে। বিপদে পড়ে সাধারন পাবলিক মানে আমরা।
তাদের এই কর্মকান্ডের বিরুদ্ধে ছোট্ট একটা প্রতিবাদ জানাতে ফেসবুকে হরতাল। ২৩ মার্চ রাত ৯ টা থেকে ১০ টা, এক ঘণ্টার ফেসবুক হরতাল! এই সময় আমরা ফেসবুকে কোনো পোস্ট করব না। তবে পিকেটিং চলবে। কেউ কোনো পোস্ট দিলে আমরা শুধু নিচে কমেন্টে লিখে অনুরোধ করব পোস্টটা সরিয়ে নিতে। এই ইভেন্টের দুজন হোস্ট হলেন, Rajib Hasan এবং পাভেল মহিতুল আলম
২৫শে মার্চের ইভেন্ট আরো তাৎপর্য পূর্ন।
ইভেন্টের নাম গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম) ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রিতে নিহতদের স্মরনে এই ইভেন্ট টি খোলা হয়েছে। তাদের স্মরনে ফেসবুকে ব্ল্যাক আউট করা হবে। অর্থাৎ ২৫ শে মার্চ আমরা ৫মিনিট (রাত ১১ টা ৫৫ থেকে ১২ টা পর্যন্ত) ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব।
সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ১৫ টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, নিহতের প্রতি সম্মানার্থে
ইভেন্টের কর্মসূচী গুলো হল
-বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ১৫ মিনিটের জন্য।
-বন্ধ রাখুন কম্পিউটারের মনিটরও ।
-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং ।
-কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি ।
ইভেন্টের হোস্ট হচ্ছেন আমাদের পরিচিত ব্লগার দূর্যোধন এবং সিডাটিভ হিপ্নোটিক্স
৩য় ইভেন্ট টি বর্তমান সময়ের জন্য আসলেই দরকার। আমরা জানি আমাদের রাজনীতিতে দুই নেত্রীর প্রভাব এবং অবদান। তারা দুজনে যদি সংলাপে বসেন তাহলে হয়ত সব সমস্যার সমাধান না হলেও বেশ কিছু সমস্যার সমাধান আসবে। তারই জন্য এই ইভেন্ট "দুই নেত্রীর সংলাপের দাবিতে ৭১ ঘন্টা অনশন" ২৭ শে মার্চ সকাল ৭ টায় জাতীয় সংসদ ভবনের সামনে ৭ জন আমজনতা বসবেন ৭১ ঘন্টার অনশনে। তাদের একমাত্র দাবি সংঘাত নয় বরং দুই নেত্রীর সংলাপ, অন্তত একবার মুখ দেখাদেখি হোক ।
এই ইভেন্টে অনশগ্রহনের জন্য আপনাকে অনশন করতে হবে নাহ, জাস্ট গোয়িং ক্লিক করে সেই সাতজন কে উৎসাহ দিবেন, তাদের দাবীর প্রতি জানাবেন আপনার সমর্থন। ইভেন্টের আয়োজক "আমজনতা" গ্রুপ
ইভেন্ট গুলোতে অনেকেই যোগ দিয়েছেন, যারা যোগ দেননি আশা করি যোগ দিবেন। ইভেন্ট সম্পর্কে যেকোন প্রশ্ন ইভেন্ট লিংকে যেয়ে জিজ্ঞেস্ক অরতে পারবেন। বিস্তারিত সেখানেই পাবেন। একটা কথা বলে রাখি এই ইভেন্ট গুলো কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে নাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।