ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই
সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি মাথায় করে বাস স্ট্যান্ড এলাম। পাশাপাশি কয়েকটা বুথ। ডচ বাংলা বুথের একটিতে দাড়ালাম। এক ভদ্রলোক টাকা তোলার জন্য বুথের ভিতর গেলো।
কিছু সময় পর বেরিয়ে এসে বুথের গার্ডের কাছে কাস্টমা কেয়ারের নাম্বার চাইলো। কিন্তু গার্ডের কাছে কোন নাম্বার ছিলো না। ওনার সমস্যা গুরুতকার্ড খেয়ে নিয়েছে মেশিনে। এখন বেরও হয় না, টাকাওপায় না। সমস্যাটা যে দ্রুত কাষ্টমার কেয়ারে জানাবে, তাও পারছে না।
গার্ডের কাছে কোন নাম্বার নেই। বেচারা তো মহা ক্ষেপা।
... বেচারার জন্য মায়াই লাগছিলো। এমন পরিস্তিতি আপনার আমার যে কারোরই হতে পারে। তাই এমন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মেবাইল নাম্বার প্রত্যেক বুথে লিখে রাখার প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।