আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে জামায়াত শিবিরের হরতাল প্রতিরোধের সিদ্ধান্ত, জরুরী, জরুরী, জরুরী ঘোষনা

এখনো গেলনা আঁধার............... অতি জরুরী, অতি জরুরী, অতি জরুরী-চট্টগ্রামের সমাবেশের ব্যপারে ঘোষণা। প্রিয় বন্ধু, প্রিয় প্রজন্ম। সতর্ক হও আরও। চট্টগ্রামের সমাবেশ স্থলে নিজের দুই পাশের মানুষ জন সম্পর্কে জানো। দেখো তাদের কর্মকাণ্ড, কথা বলে জেনে নাও তাদের চেতনা, যদি তারা তোমার চেতনা ধারন করে, এক সাথে গন সঙ্গিতে রন প্রান্তর কাঁপাও।

আর যদি দেখো সন্দেহ জনক তার গতিবিধি, যদি দেখসে আন্দোলনের ব্যপারে হতাশা প্রকাশ করছে, নিশ্চিত জেনে নাও তার উদ্দেশ্য ভালো নয়। তারে শুধু জিজ্ঞাসা করো ৪ জন রাজাকারের নাম। কেউ তোমাকে জিজ্ঞাসা করলে বলে দাও গোলাম আজম, সাইদি, নিজামি, কাদের মোল্লা। ছাগুরা কোন দিন এই নাম গুলি কে রাজাকার বলে স্বীকার করে না। আরও সাবধানী হও।

চোখ কান খোলা রাখো, নিজেই প্রহরি হয়ে পাহারা দাও সমাবেশ স্থল। কিছু হলে আমাকে জানাও, সন্দেহ জনক কিছু দেখলেই আমাদের সংগঠক দের অবহিত করো। মনে রেখো, যারা আন্দোলনে আছে, তারা সবাই এই আন্দোলনের জন্য নিজের জীবন বাজি রেখে শহীদ হতে প্রস্তুত। তাই তারা এই আন্দোলন নিয়ে এমন কিছু বলবেনা, যাতে করে তোমার উৎসাহ, তোমার চেতনার তীব্রতায় ভাটা পড়ে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছারবে না, তাদের প্রতিজ্ঞা এমন টাই।

আর আমি, আমরা কথা দিচ্ছি, দুই বিষয়ে আমরা আপোষ করবনা- একঃ আন্দোলন টাকে আমরা কোন রাজনৈতিক দলের পেটে যেতে দেবনা, তাদের কোন ধরণের ফায়দা লুটটে দেবো না। আর কোন ভাবেই জামাত-শিবির কে রাস্তা ছেড়ে দেবো না। ঢাকার ব্লগার এবং আন্দোলনে যারা আছেন, তাদের বলি, আগামী কাল চট্টগ্রামে হরতাল, কিন্তু আমাদের আন্দোলন আমরা থামাব না। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং আমরা জিতবই।

আজকের সমাবেশ থেকে চূড়ান্ত ঘোষণা আসবে, ঠিক কিভাবে আমরা ছাগুদের ডাকা হরতাল প্রতিহত করব। সবাই প্রস্তুতি নিতে থাকুন। মনে রাখবেন, একাত্তরের কাফের সরদার কে আদালত ক্ষুদ্র শাস্তি দিয়ে মাফ করে দিতে চাইছে। কিন্তু জনতা, আমরা এই ভাবে তাদের ছেড়ে দেবো না, এবং আমাদের বিশ্বাস সর্বশক্তিমান সেই মহানও ছেড়ে দেবেন না। আজকে সমাবেশ আবারও বিকাল ৩ টা থেকে জামাল খান স্বাধীনতা স্কয়ার থেকেই শুরু হবে।

রণাঙ্গনের প্রবেশ করবার, রক্ত দেবার এবং রক্ত নেবার প্রস্তুতি নিন। জয় বাংলা। ===================== আবারও বলছি, আজকের সমাবেশটা খুব জরুরী, খুব বেশি গুরুত্বপূর্ণ। সারা দেশ তাকিয়ে আছে আমদের দিকে। চট্টগ্রামের আন্দোলনকারিরা কি সিদ্ধান্ত নেয়, তারা কিভাবে জামাত শিবির প্রতিরোধ করে, কিভাবে এই আন্দোলন টাকে আরও দৃঢ় করে-সেটা দেখবার অপেক্ষাতে।

মনে রাখবেন, আগামী কাল যদি আমরা হেরে যাই, তাহলে সারা দেশ আমাদের চট্টগ্রামের সন্তান দের কাপুরুষ ভাববে। ঢাকার ব্লগার এবং এক্তিভিস্ট যারা আছেন, তাদের অনুরোধ করব, কাল শনিবারে চট্টগ্রামের হরতাল ঠেকানোর জন্য আমাদের অনলাইন প্রচারনা খুব বেশি দরকার এই মুহূর্তে। চট্টগ্রাম সহ আশেপাশের সবগুলো জেলার একটিভিষ্ট দের বলছি, আপনারা সমাবেশ শেষ করে, চট্টগ্রামের দিকে রওনা হয়ে যান। আমাদের সাথে মাঠে আসুন, সামনাসামনি প্রতিরোধ করি জামাত-শিবির কে। আপনারা ঢাকার ব্লগার রা সাহায্য করুন আমাদের।

মনে রাখবেন, আমরা চট্টগ্রামের আন্দোলন কারীরাই সরাসরি সর্বপ্রথম জামাতের হরতাল বানচালের চেষ্টা করব। আজকে বিকাল তিন টা থেকে সমাবেশ- জামালখান স্বাধীনতা স্কয়ারে। আর, সবাই খুব বেশি সতর্ক থাকুন। চারিদিকে নজরদারি রাখুন। এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসুন।

আজকে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জয় বাংলা। আপডেট ফ্রম নির্ঝর মজুমদার, অনলাইন এক্টিভিষ্ট, চট্টগ্রাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.