স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে ইংল্যান্ডে ভারত খেলতে যাওয়ার আগে থেকেই নাকি খেলার চ্যানেলগুলোতে একটা বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল । সেখানে নাকি দেখানো হয়েছে ভারতীয় এক সমর্থক ইংল্যান্ডের এক সমর্থককে বলছে , "তোমরা তো আয়ারল্যান্ড আর বাংলাদেশের কাছে বিশ্বকাপে হারছো " । কথাটায় যতটা না ছিল তাদের গর্ব তারচেয়েও বেশি ছিল আমাদের দেশকে তাচ্ছিলের দৃষ্টিতে দেখার একটা চিত্র ।
আমি নিজে বাংলাদেশের পড়ে ভারতকে খেলায় সাপোর্ট করতাম । এই কথা শোনার পর মেজাজটা এতো খারাপ ছিল যে চাইছিলাম এই ভারতের একটা শিক্ষা হওয়া দরকার !! এতোটা শিক্ষা হবে ভাবিনি ।
আমার খুব ইচ্ছে করছে এখন যদি কোনভাবে তাদের কাছে জানতে পারতাম ,
" কি মামারা কেমন লাগে ?? বাংলাদেশ যাদের বিশ্বকাপে হারায় । তোমরা তো তাদের কাছে ৪-০ তে হোয়াইট ওয়াশ হইছো । সাহস নাই দেখেই আমাদের সাথে তোমরা ২০২১ সাল পর্যন্ত সিরিজ রাখো নাই !! "
এটা ঠিক যে তাদের বেশ কিছু বড় মানের ও মাপের খেলোয়ার আছে । আমি শুধু শচীনের খেলা দেখার জন্য মাঝে মাঝে তাদের খেলা দেখি । উনি আউট সাথে সাথে আমারও খেলা দেখা শেষ !!
তাদের চেয়ে আমরাই ভালো খেলি !! জিম্বাবুয়ের সাথে দূর্ভাগ্যজনকভাবে ৩য় ম্যাচটা না হারলে আমরা সিরিজটাই জিততাম ।
যাই হোক, আমরা আমাদের এই দলের পাশেই আছি । কাউকে খোচা দিয়ে আমরা বলতে চাই না ,
" আরে তোমরা তো ইংল্যাণ্ডের সাথে ৪-০ তে হারো । তোমরার সাথে কি খেলবো ??!!! ""
পরিশেষে ভারতীয় দলকে আমার পক্ষ থেকে বাংলাদেশের মিষ্টি খেয়ে যাওয়ার অনুরোধ রাখলাম । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।