আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ার স্বপ্ন

আমার সোনার বাংলা মা, মানুষ মারা গিয়ে কিভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকে ? ছোট মেয়ে প্রিয়া কিন্তু প্রশ্নটা কত বড়। ওর মা অবাক হয়ে যায় প্রশ্ন শুনে বলে, তুমি ছোট মানুষ হঠাৎ তোমার মারা যাওয়ার পরও বেঁচে থাকার চিন্তায় মাথায় এলো কেন? মা আমি যে অমরত্ব লাভ করতে চাই। ছোট মেয়ে কিন্তু চিন্তা ভাবনা কি-- প্রিয়া ওর মাকে সব সময় এমন কিছু প্রশ্ন করে বসে মা হতম্ভব হয়ে যায়। প্রিয়া পড়তে বসেছে ওর মা ওকে পড়াচ্ছে। এমন সময় কথাগুলো আলোচনা হচ্ছে।

প্রিয়া চালাক চতুর এবং জেদি মেয়ে। সে যা জানতে চাই তা না জানা পর্যন্ত অন্য কোন কাজে মনোযোগ দেবে না। মা বলছ না কেন? অমরত্ব কিভাবে পাওয়া যায়। প্রিয়ার মা বিশকা মনে মনে ভাবে আমার মেয়ের মাঝে যে সৃজনশীল সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। আগ্রহের সহিত প্রিয়া বলে, মা কি ভাবছ বলো না? প্রিয়ার মা মুচকি হাসি দিয়ে বলল, বলছি মা, অমরত্ব লাভ করতে পারে সেই সব ব্যক্তি যাদের সৃজনশীলতা মেধা ধর্য্য, চিন্তা, চেতনা দিয়ে কোন কিছু সৃষ্টি করছে যেমন সৃজনশীলতা মেধা দিয়েই অনেকে হয়েছে লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা ,তাদের কর্ম দিয়ে আজ পৃথিবীতে অমর হয়ে আছে।

বিজ্ঞানীরা আবিষ্কার করে নতুন নতুন প্রযুক্তি। রাজনৈতিক ব্যক্তিরা দেশের কল্যানে জনসেবা করে হচ্ছে অমরত্ব। এই ভাবেই মানুষ তার সৃষ্টিকর্ম দিয়ে নিজেকে করছে অমরত্ব। প্রিয়ার মা এই কথা গুলো বলেছিল, প্রিয়া তার মায়ের মুখের দিকে তাকিয়ে গভীর মনোযোগসহ করে চিন্তায় পরে গেল, আর ভাবতে লাগল আমি কি সৃষ্টি করে পৃথিবীর বুকে অমরত্ব লাভ করব। মা তুমি যে আমায় নৃত্য ও আর্ট স্কুরে ভর্তি করে দিয়েছে আমি কি ্এগুলো পড়াশোনার পাশাপাশি শিখে অমরত্ব লাভ করতে পারব ? কোন মানুষ কোন প্রতিভা দ্বারা অমরত্ব লাভ করবে বলা কঠিন।

প্রিয়ার মার খুব ইচ্ছা ছিল প্রথম সন্তান মেয়ে হলে নৃত্য ও আর্ট স্কুলে ভর্তি করে আত্মীয় স্বজনের মাঝে বিশেষ প্রতিভার অধিকারী হিসেবে গড়ে তুলবে মেয়েকে। তাই যে ভর্তি করেছে। মা আমার যে পরের সৃষ্টিকর্ম ভালোলাগে না। প্রিয়ার মা আবার প্রিয়ার সৃজনশীলতা যে তার মাঝে কাজ করছে সেজন্যই এই কথা গুলো বের হচ্ছে তার ভেতর থেকে। প্রিয়ার মা প্রিয়ার মাথায় হাত দিয়ে বলে এই পাগলী অন্যের সৃষ্টি কর্ম দাড়া ছোট বয়সে কিছুই শিখতে পারবে না।

মানুষ অন্যের দেখে এবং অনু করণ করে শেখে। মার এমন শিক্ষানীয় কথা শুনে ভাবে তাই তো। স্যার বাংলা ক্লাসে একদিন বলেছিল ' মানুষ অনুকরণ প্রিয়'। মা আমি কি সৃষ্টি করব যা দ্বারা ভবিষ্যতে আমার নাম জস, খ্যাতি হয় এবং তোমাদের মুখ উজ্জ্বল হয়। প্রিয়ার মা প্রিয়ার প্রতিভা পরীক্ষার করার জন্য প্রিয়াকে বলল, তোমার নিজ চিন্তায় কি করতে ইচ্ছে করে।

মা আমি এখন শুক্রবারে একটি করে কবিতা লিখব আর পুরো এবং সপ্তাহের ঘটনাবলী নিয়ে গল্প লিখব। প্রিয়া মা এমনটা উত্তর আশা করেছিল অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে কাছে থেকে। প্রিয়ার মা ভাবে আর একা একা আনন্দে গর্ব বোধ করে এমন মেয়েকে জন্ম দিয়ে নিজেকে ধন্যমনে করছি। যাক মেয়ে দ্বারা ভালো কিছু আশা করা যাচ্ছে। মা, লিখতে হলে যে তোমাকে জানতে হবে।

আর জানতে হলে যে তোমাকে বই পড়তে হবে। আচ্ছা, মা তাহলে বৃহঃষ্পতিবার স্কুল ছুটির পর বাসায় বসে যে দিন শুধু পাঠ্যপুস্তুক বই বাদ দিয়ে অন্য সব বই পড়ব আর শুক্রবারে লিখব। এটাই আমার নিয়মিত রুটিন। আর বাদ বাকী দিন স্কুরের পড়া পাড়ব। আচ্ছা মা আমি যে পরিকল্পনা করছি বাবা তো বাঁধা দিবে না।

তোমার বাবা তোমাকে শাসন করে এই জন্য যেন আর দশটা মেয়ের মত বিলাসী না হয়। তোমাকে সে খুব ভারোবাসে। প্রিয়া তার বাবাকে দেখে খুব ভয় করে। প্রয়োজন ছাড়া সে কথা বলার সাহস পাই না। সেই জন্যই বাধার কথা বলেছিল।

মা আমি পৃথিবীর বুকে এমন ব্যক্তি হব যা পৃথিবীর অন্য কেউ নেই। সেই ব্যক্তি হব আমি। প্রিয়ার চোখ মুখে যেমন উজ্জ্বল ভবিষ্যতের ভালো কিছু করা স্বপ্ন দেখছে ঠিক তাকে সেই পথে সব সময় উৎসহ ও সাহায্য করছে তার বাবা মা। যারা আমার পূর্বের দুটি পোষ্ট পড়তে পারেননি তাদের জন্য নিন্মে দেওয়া হল- নারী তুমি জাগো আপনার গ্রামীন সিমের সর্বশেষ তিনমাসের রিফিল টাকা কিভাবে দেখবেন?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।