আবুল মামার পদ্মা সেতু নিয়ে করা সুকর্মটির বর্ননা আজ আবার প্রথম আলোতে পইড়া হঠাৎ করে বিখ্যাত কবি ওমর খৈয়ামের একটি কবিতার লাইন (রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু বইখানা এক অন্ত যৌবনা যদি তেমনী বই হয়) মনে পড়ে গেল সেই সাথে "ফিউশন রহমান" ওরফে ফিফা দা এর করা সেই বিখ্যাত ক্যারিকেচার। বলুনতো এইবার আমার কোবতেখানা কেমন হইলো "রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু "ফিউশন ভাইভ" এর আবুল মামা অন্তর্জালে রইবে অনন্তকাল";) পদ্মা সেতু নিয়ে দুদকে বিশ্বব্যাংকের প্রতিবেদন ১০% ঘুষ চান মন্ত্রী-সচিব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।