এই হচ্ছি আমি, যে এখানে অযথা চিৎকারাচ্ছে! এখনকার পৃথিবী মানে আর জে, ডিজে, ভিজে আরও অসংখ্য জে'দের ২৪ ঘন্টার উৎপীড়ন, আকাশচেরা সংস্কৃতির লাগামহীন দৌরাত্ন,www. ২৪/৭ বানিজ্য, হাতে হাতে বাহারী মুঠোফোন আর কানে কানে হেডফোন, অদ্ভুত জীবনাচরন আর ঘরের আঙ্গিনায় Pepsi'র ক্যান এ পাতাবাহার। এখন সময় মানে অস্থিরতা, দুর্বোধ্যতা আর স্থায়ীত্ব, ২০/২০'র চার-ছক্কা অথবা ক্রিশ্চিয়ানো রোনালদোর ৮০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি।য, হাতে হাতে বাহারী মুঠোফোন আর কানে কানে হেডফোন, অদ্ভুত জীবনাচরন আর ঘরের আঙ্গিনায় পেপসি'র ক্যান এ পাতাবাহার। এখন সময় মানে অস্থিরতা, দুর্বোধ্যতা আর স্থায়ীত্ব, ২০/২০'র চার-ছক্কা অথবা ক্রিশ্চিয়ানো রোনালদোর ৮০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।