আরেকটি হাবি জাবি ব্লগ!! স্বপ্ন দেখতে অনেক মজা। আর নিজের স্বপ্ন গুলো পূরন হলে তো কথাই নেই। । তাই চিন্তা করি মৃত্যুর পর কি এখনকার মত স্বপ্ন দেখতে পারব??
ঐ সময় কি নতুন কিছু করতে পারব? মৃত্যুর পর কি আমার কম্পিউটার পাবো? পাবোকি একটা ল্যাব? মারা গেলে তো সব শেষ। তখন কি হবে? আমি যে মরতে চাই না ।
পৃথিবীতে বেচে থাকতে চাই। আজীবন। আজীব। একদম শেষ পর্যন্ত। আচ্ছা, পৃথিবিতো একটা রহস্য।
আর মৃত্যুর পর তো সব রহস্য উন্মেচিত করে দিবে আল্লাহ। তখন কি নিয়ে মানুষ গবেষনা করবে? আর এরিস্টোটল, নিউটন, আইনেস্টাইন... এরা মারা যাওয়ার পর কি করে? আল্লাহই ভালো যানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।