Cleopatra's Palace in Alexandria (Egypt)
Alexandria উপকূলে নিঃশব্দে ঘুমিয়ে আছে রানী Cleopatra'র বিখ্যাত "Alexandria Palace"। একদল সাগর বিশারদ Frenchman Franck Goddio এর নেতৃতে জগতের সামনে তুলে নিয়ে আসে মিশরের জগতখ্যাত রানী Cleopatra'র রাজপ্রাসাদ সহ এক নগরী ,যেখান থেকে শাসন হত মিশর সাম্রাজ্য। ইতিহাসবিদরা বিশ্বাস করেন প্রায় ১৬০০ বছর আগে ভুমিকম্প এবং তার থেকে সৃষ্ট ঢেউয়ে ডুবে যায় এই নগরী।
World's Wickedest City, Port Royal (Jamaica)
পোর্ট রয়্যাল, ৭ই জুন,১৬৯২। সবকিছু চলছিল নিয়মমাফিক।
আচমকা অনুভুত হল ভুমিকম্প,নগরীর ৩৩ একর জায়গা কেঁপে উঠল। আস্তে আস্তে সমস্ত স্থাপনা ডেবে যেতে থাকে Kingston Harbor এ। ডুবে যায় নগরী কয়েক ইঞ্চি থেকে ৪০ ফিট পর্যন্ত।
১৯৮১ সালে Nautical Archaeology Program of Texas A&M University,Institute of Nautical Archaeology (INA) and the Jamaica National Heritage Trust (JNHT) একসাথে অনুসন্ধান শুরু করে ১৭শতকের হারান নগরীর । খুঁজে বের করা হয় নগরীর কাঠামো।
The submerged temples of Mahabalipuram (India)
অনেকের বিশ্বাস Mahabalipuram উপকূলে সাতটি মন্দিরের একটি সিরিজ রয়েছে। যার ছয়টি ডুবন্ত। ২০০২ এর সুনামির পর এর সত্যতা জানা যায়। Scientific Exploration Society (SES) এবং India's National Institute of Oceanography (NIO) একসাথে যে অভিযান চালায়,তাতে বেরিয়ে আসে ডুবন্ত নগরের ডুবন্ত মন্দিরের অংশবিশেষ।
8000-year-old Yonaguni-Jima (Japan
তাইওয়ান থেকে ৬৮ মাইল দূরে Yonaguni Islands পাহাড় বেষ্টিত তীরভূমি।
এখানের সাগরে ১৯৯৫ সালে এক ডুবুরী খুঁজে পায় ভাঙ্গা দালানের কিছু অংশ। তারপর চলে গবেষণা। পাওয়া যায় পাথর কেটে তৈরি বিশাল সব স্থাপনা। যা ৮০০০ বছরের পুরান বলে ধারণা করা হয়।
Pavlopetri (Greece)
গ্রীসের লাকনিয়ার দক্ষিণ সমুদ্র সীমায় ৩ থেকে ৪ মিটার পানির নীচে ডুবে আছে আস্ত দালানকোঠা,রাস্তাসহ একটি নগরী।
নগরীর বয়স ৫,০০০ বছরের উপরে। ১৯৬৭ সালে এটি আবিস্কার করেন Nicholas Flemming ম্যাপ করা হয় ১৯৬৮ সালে।
Dwarka Port (India)
গুজরাটের Dwarka Port টির সন্ধান পাওয়া যায় ১৯৮৩ সালের দিকে। এখানে ৩০ কি মি। দুরত্বের Dwarka and Bet Dwarka নামের দুইটি স্থানের সন্ধান পাওয়া যায়।
দুই জায়গাতেই শ্রী কৃষ্ণের সংযোগ রয়েছে বলে ধারণা করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।