ভালো পোলা মূল সংবাদ লিঙ্কঃ Click This Link
রংপুর: রংপুর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের সামনেই সাংবাদিকদের মারপিট করেছেন সরকার দলীয় ক্যাডাররা।
রোববার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। এ ঘটনায় সাংবাদিকরা মন্ত্রীর অনুষ্ঠান বর্জন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টা ৫মিনিটে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের নেতৃত্বে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনে করে এসে পৌঁছান রংপুর স্টেশনে।
এরপর ৪টা ১০ মিনিটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান টুটুল মঞ্চে সামনের আসনে তাদের জায়গা না থাকা এবং ব্যানারে নাম না থাকায় মন্ত্রী আবুল হোসেনের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন।
সাংবাদিকরা যখন এ ঘটনার ছবি তুলতে যান, তখন তাদের সঙ্গে ওই দু’নেতার বাক-বিতণ্ডা বেঁধে যায়। এরই এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সোহেলের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কিল-ঘুষি ও লাথিতে বিটিভির সাংবাদিক আলী আশরাফ (৫৫) গুরুতর আহত হন।
তাকে বাঁচাতে গিয়ে বেপরোয়া ক্যাডারদের পিটুনির শিকার হন একুশে টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দেশ টিভির আবু আসলাম, দিগন্ত টিভির মাজহার মান্নান, মাছরাঙ্গা টিভির রফিক সাত্তার ও বাংলানিউজের সাজ্জাদ হোসেন বাপ্পী। প্রায় ১৫ মিনিট ধরে তাদের এ তাণ্ডব চলে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আসা লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করেন।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ঘটনার সময়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।
এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ছেড়ে দূরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জেলা প্রশাসক ডিএম এনামুল হক ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের কাছে এসে বিষয়টি তারা দেখবেন বলে জানান।
এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু আহত সাংবাদিদের সঙ্গে কথা বলতে যান।
কিন্তু বিক্ষুব্ধ সাংবাদিকরা তার সঙ্গে কোনও কথা না বলে স্থান ত্যাগ করেন।
পরে এ ঘটনার জন্য যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, রংপুর এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে রংপুর স্টেশনে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মন্ত্রীর ঢাকা রওনা করার কথা রয়েছে। বিকাল ৫টা ৬মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠান চলছিল।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১১
লিংকঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।