বুধবার গভীর রাতে নিউ ইয়র্কে ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’র সদস্যরা স্বস্তি প্রকাশ করে বলেন, সব চিহ্নিত যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আটলান্টিকের এ পাড়েও তারা সোচ্চার থাকবেন।
বিচার নিয়ে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্তির জামায়াত-বিএনপি অপতৎপরতাকে শক্তহাতে প্রতিহত করার সংকল্পও করেন সংগঠনটির আহবায়ক নূরন্নবী এবং সদস্য সচিব জাকারিয়া চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির আদেশ দেয়। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
রায়ের বিষয় নূরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলে জাতি শুধু কলঙ্কমুক্ত নয়, দীর্ঘ চার দশকের একটি দাবির বাস্তবায়ন ঘটবে।”
কামারুজ্জামানের ফাঁসির রায়ে ওয়াশিংটন ডিসি, আটলান্টা, নিউ জার্সি, ফ্লোরিডা, বস্টন, ফিলাডেলফিয়া, লসএঞ্জেলেস, লুইজিয়ানাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি সন্তোষ জানায় বলে খবর পাওয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।