আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসির ফাঁসি


কালান্তক হে ফাঁসি, শেষ মেষ তোমারেও দিলো ফাসি! শাবাস বাংলাদেশ, হে বুঝিনা কারা হাসে শেষ হাসি! কল্পনা আর জল্পনা সব তামাদি হয়েছে বাসি- ষোল কোটি মোরা মানুষ নাকি হে? কোরবানী করা খাসি! হায়রে স্বদেশ, যাদের স্বপ্নে সিক্ত হয়েছ স্বাধীনতায়- তারা আজ যেন কুকুর বেড়াল, ক্ষনে ক্ষনে তারা প্রান হারায়! যার মালিকানা এই ভূখন্ড, তারাই পূড়ছে, ষ্টার কাবাব- শকুনী গৃধিনী মিটিংয়ে বসেছে? হায় এরা আজ নব-নবাব! অন্তর্ঘাত, সফট টার্গেট, জনসাধারন মাংস পিন্ড নরকের থেকে সার বেঁধে ওঠে পরাজিত সেই আঁধার ষন্ড! হয়ে গেলো নাকি চির বিস্মৃত, মুক্তি যূদ্ধ একাত্তর- আঁধার রাতের পিশাচের মেলা, কত দূরে আর সোনালী ভোর?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।