আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসির দায়ভার নিবেন না

ছবি মাননীয় সরকার আপনি ফাঁসির দায়ভার নিবেন না। খবরদার এই কাজটি একদম করবেন না। সরকার সাহেব, আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা এই দেশের নিরীহ জনগণকে খুন করেছে তাদের জনগণের হাতে ছেড়ে দিন । আমরা ওদের ফাঁসি চাই না।

আমরা ওদের আমাদের মাঝে ফিরে চাই। ওদের ফাঁসির মঞ্চে নিয়ে যাবো। তারপর তাদের সেখানে বসতে দেবো ( ওনারা মুরুব্বী মানুষ) তারপর সারা বাংলার ১৬ কোটি মানুষ আসবে হাতে সূই নিয়া। সবাই আসবে আর একটা করে সূই ফুরে যাবে তাদের শরীরে। তারা বুঝেনি, যে যন্ত্রণা সারা বাংলার মানুষ ৪২ বছর ধরে বয়ে বেড়াচ্ছে তা কতটা মর্মস্পর্শী কতটা কষ্টের।

অন্তত মৃত্যু যন্ত্রণাটা বুঝুক... কথায় আছেণা, যে বুঝতে চায়না বা বুঝতে পারেনা তাকে তোমরা বুঝাও। সেই দায়িত্ব নিতে আমরা ১৬ কোটি বাঙালী প্রস্তুত... প্লীজ সরকার আমাদের আজ একমাত্র মৌলিক দাবিটি আপনি পূরণ করুণ.........। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।