কি আজব ব্যাপার। একসময় আমি পৃথিবীতে ছিলাম না; কিন্তু তখনো পৃথিবী ছিলো। এখন আমি আছি, এখনো পৃথিবী আছে। আবার কিছুদিন পর আমি আবার থাকবো না। তখনো পৃথিবী থাকবে।
মানে টা কি?
মানে আমি মুসাফির। বেড়াতে এসেছি। খবরদারি করতে আসিনি। মেহমান আসলে আমরা যেভাবে তাকে আপ্যায়ন করি, সেবা যত্ন করি, পৃথিবীতেও সবাইকে সেভাবে মেহমানদারি করা হচ্ছে । শুধু মেহমান হিসেবে আমরা কখনো ধরে কারো কাণ্ড ভেঙে দিই, কখনো পা ভেঙ্গে দিই, বে আক্কেলের মতো আরও অনেক কিছু করি।
শুধু শুধু আরেকজনের ক্ষতি করার দরকারটা কি?
কারও ক্ষতি করে কি নিজে শান্তিতে থাকা যায়? অন্তত ল অফ ন্যাচারাল রিটার্ন সেটা বলে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।