বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে। এবারের আসর থেকে আর পাওয়ার কিছু নেই। তবে আজ জিম্বাবুয়ের বিরুদ্বে শেষ ম্যাচ জিতে হারানো সন্মান আর আত্দবিশ্বাস ফিরে পেতে চাইছেন বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার। বৃহস্পতিবার মিডিয়াকে সে কথাই বললেন বাংলাদেশের অধিনায়ক, 'হারানো সন্মান ফিরে পাওয়ার জন্যই আমরা জিম্বাবুয়েকে হারাতে চাই।
এবারের আসরে আমরা আগের তুলনায় ভালো পারফরম্যান্স দেখানোর ইচ্ছা নিয়ে এসেছিলাম। কিনতু আমাদের সে লক্ষ্য পূরণ হয়নি। তাই অনতত একটি ম্যাচ জিতে নিজেরা সানতনা পেতে চাই, সমর্থকদের আশ্বসত করতে চাই। ' দুই ম্যাচ হারের পরও আজ বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্দবিশ্বাসী জিম্বাবুয়ে। গত আগস্টে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে 3-2 ব্যবধানে জেতার পর আজকের ম্যাচে সাফল্যের আশা করতেই পারেন জিম্বাবুয়ের কোচ, 'বাংলাদেশের বিপক্ষের ম্যাচে আমরাই এগিয়ে থাকব।
দু'মাস আগে আমরা তাদের ওয়ানডে সিরিজে হারিয়েছি। এটা মাঠে আমাদের বাড়তি আত্দবিশ্বাস জোগাবে। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।