শিরোনাম নেই, শুধু খবর আছে পথে ঘাটে মাঠে ময়দানে- নির্জনে একটি মেয়ের সব হারানোর খবর আছে, পরকীয়ায় বলি হওয়া ছোট্ট শিশুটির খবর আছে, পুত্রের হাতে মাতার খুন হওয়ার খবর আছে, খবর আছে একাত্তরের দালালের গাড়ীতে নাকি পতাকা উড়ছে, খবর আছে তের টাকার চিনি নাকি তেরশ টাকায় পাওয়া যাচ্ছেনা, খবর আছে ফেলানীর, খবর আছে হিলারীর খবর আছে ইরাক,ইরান আফগানিস্তানের তোরাবোরা পর্বত গুহায়, শুধু খবর নেই যারা খবর রাখার কথা- আমরা আজ মোটেই ভাল নেই- শুধু এ খবরটা তাদের জানা নেই। শিরোনাম নেই। আমাদের কোন খবর নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।