আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাম "বোরখা" - বোরখার সাতকাহন

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

এই ব্লগের যখন সবাই ” বোরখা” শিরোনামের বিভিন্ন লেখায় মন্তব্য নিয়ে আলোচনা, সমালোচনা, প্রতিবাদ, ব্যানে ব্যস্ত তখন এ জটিল মহুর্তে উত্তরণের কোন উপায় খুজে না পেয়ে কিছুটা দ্বিধার মধ্যেই পড়ে গেলাম। যাই হোক আমি এ ব্লগের তেমন কেউ না যে, আমার কথা শুনতেই হবে কিংবা রাখতেই হবে। এ প্রসঙ্গে না যাই, কিছু তো একটা করতে হবে, তাই আর কি করা ” বোরখা” মেয়েদের যে কত উপকারে আসে সে অনুসন্ধানই করতে লাগলাম। যদিও এ বিষয়ে আমার অগাধ জ্ঞানের বহর নাই তারপরেও সীমিত জ্ঞান নিয়ে অভিযানে নেমে পড়লাম। বোরখা যেসব উপকাররে আসে : ১) বোরখা একটি মেয়ের সুন্দর মুখকে বাহিরের রোদের আলো, তাপ, ও ধুলাবালি থেকে রক্ষা করে। ইহাতে ফেসওয়াশের ব্যাবহার কমিয়ে ফেলা যেতে পারে। ২) বোরখা পরিহিত মেয়েরা সবকিছুই দেখতে পারে কিন্তু বাহিরের কেউ তাদের চোখ দুটো ছাড়া কিছুই দেখতে পারেনা । (ভবিষ্যতে সিআইডি, কিংবা ইনটেলিজেন্ট সার্ভিসে ভাল পারদর্শী হওয়ায় সাহায্য করে) ৩) বোরখা পরিহিত মেয়েদেরকেও অনেকে খালাম্মা মনে করে তাই উঠতি বয়সের ছেলেদের থেকে সহজেই নিজেকে রক্ষা করা যায়। (ইহাতে ”খালাম্মা লাইফের” অভিজ্ঞতা অর্জন সম্ভব হয়।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।