আমাদের কথা খুঁজে নিন

   

দেশে ফিরে এসো, মালালাকে তালেবান নেতা

মালালাকে পাঠানো এক চিঠিতে আদনান রশিদ নামে ওই তালেবান নেতা এই আহ্বান জানিয়েছেন।
ওই চিঠির ভাষা অত্যন্ত মার্জিত এবং বিভিন্ন দার্শনিক, রাজনীতিকের উদ্ধৃতিতে পূর্ণ। ইংরেজিতে লেখা চিঠিতে তারিখ উল্লেখ করা হয়েছে ১৫ জুলাই। তালেবানের পক্ষ থেকেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে রশিদ বলেন, “একজন ভাইয়ের মতোই আমার সব আবেগ তোমার প্রতি, কেননা আমরা একই ইউসুফজাই গোত্রভুক্ত।


তিনি আরো বলেন, “তোমার আক্রান্ত হওয়ার ঘটনা আমার জন্য ছিল এক আঘাত। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই হবে না, আমি তোমাকে আগেও এ ব্যাপারে বলেছি। ” “পরিশেষে তোমাকে বলব, দেশে ফিরে এসো”, চিঠিতে বলেন রশিদ।
২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় নারীশিক্ষাকর্মী মালালার ওপর গুলি চালায় তালেবান। উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়।

এরপর থেকে মালালা সেখানেই অবস্থান করছেন। সেখানে তিনি স্কুলেও ভর্তি হয়েছেন।
তালেবানের হুমকির কারণে প্রাণনাশের ঝুঁকি থাকায় ১৬ বছর বয়সী মালালা পাকিস্তানে ফেরেননি।
সম্প্রতি ১২ জুলাই জাতিসংঘে ভাষণ দেন মালালা। সেখানে তিনি বলেন, “কলম তরবারি থেকেও শক্তিশালী।


মালালার দেশে ফিরে মহিলা মাদ্রাসায় যোগ দেওয়া উচিৎ বলে মন্তব্য করার পাশাপাশি “তোমার কলম ইসলামের জন্য ব্যবহার কর” বলেও চিঠিতে উল্লেখ করেন রশিদ।
পাকিস্তানি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আদনান রশিদ জেনারেল পারভেজ মুশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে একবার জেলেও গিয়েছিলেন।
তালেবান নারীশিক্ষার বিরোধী বলে প্রচারণা চালানোর কারণেই মালালা হামলার শিকার হয়েছেন বলে যে অভিযোগ রয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে ওই চিঠিতে।
রশিদ বলেন, “দয়া করে মনে রেখো, তালেবান কিংবা মুজাহিদিন তারা কেউই কোন পুরুষ অথবা নারীশিক্ষার বিরোধী নয়। তালেবান মনে করে তুমি সচেতনভাবে তাদের বিরুদ্ধে লিখছিলে এবং সোয়াত উপত্যকায় ইসলামি ব্যবস্থা চালুর ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডকে বিদ্বেষপূর্ণভাবে বর্ণনা করছিলে।

তোমার লেখা ছিল উস্কানিমূলক। ”
চারপৃষ্ঠার চিঠিটি মালালার প্রতি রশিদের একটি ভাষণের মতো মনে হয়েছে। তাতে তিনি অভিযোগ করেন, পশ্চিমারা তাদের মানদণ্ড অন্য জাতিগোষ্ঠীর ওপর চাপিয়ে দিচ্ছে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, ইংরেজ এবং ইহুদিদের সমালোচনা করেন।
মালালার ওপর হামলার দায়িত্ব তালেবান স্বীকার করে নিয়েছিল।

ওই ঘটনায় তার আরো দুই সহপাঠীও আহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.