এক আবুল বলে, ঐ আবুল না বুঝে কথা বলছে। আরেক আবুল বলে, ঐ আবুল আমাকে টাকা দেয়না।
এক আবুল ইতিমধ্যে 'বাজারে কম যান' ও শেয়ারব্যবসায়ীদের জুয়াড়ী বলে বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে। আরেক আবুলের মুখে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই হাসি লেগে আছে।
বিরোধী দল কোন হরতালও দেয়নি।
তারপরও রাস্তায় বাসের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যে আর্থিক ক্ষতি ও জনগণের যাতায়াতের ক্ষতি হচ্ছে, তার জন্য দায়ী কে? দায়ী সরকার ও তার আবুল মন্ত্রীগণ। কিন্তু সাধারণ মানুষ কোন আবুল মন্ত্রীকে সরকার গঠন করতে দেয়নি। তারা চিনে হাসিনা ও আওয়ামী লীগকে। তাই এইসব দুর্ভোগের জন্য তারা হাসিনা ও আওয়ামী লীগকে গালাগালি করে।
অতীতে কখনোই বাংলাদেশে ক্ষমতাসীন দল জনগনের ভোটে পুনরায় নির্বাচিত হয়নি। মন্ত্রীদের কথা ও কাজের মিল না থাকাটা ক্ষমতাসীন দলের পরবর্তী নির্বাচনে পরাজয়ের অন্যতম একটি কারণ। হাসিনা কি এসব আবুল ছাড়া আর কোন যোগ্য লোক বাংলাদেশে খুজেঁ পায় না। নাকি মন্ত্রী হবার যোগ্যতা হলো, কে কত বেশি হাসিনার অনুগত সেটা। আবুল হলে অসুবিধা নেই, হাসিনার প্রতি বেশি আনুগত্য দেখাতে পারলেই মন্ত্রীত্ব পাওয়া যায়।
মন্ত্রীরা এসব উল্টাপাল্টা কথা বলেন হয়ত তাদের নেত্রীকে দেখে। নেত্রীর মধ্যে খালেদাতংক রোগ দেখা দিয়েছে। এমন কোন সভা সমাবেশ নেই যেখানে নেত্রী বক্তৃতা দিয়েছে অথচ খালেদার বিরুদ্ধে কিছু বলেন নাই। রাস্তাঘাটের বেহাল দশার জন্যও খালেদাকে দায়ী করলেন। খালেদা বিদেশে টাকা পাচার আর এতিমের টাকা চুরি ছাড়া আর কিছু করেনাই সেটা অনেক বড় গলায় বলে থাকেন।
খালেদা ক্ষমতা ছেড়েছে পাচঁবছর হয়ে গেছে। খালেদা কিছু করেনাই। আপনারা তিন বছরে রাস্তাঘাটের সংস্কারে কি কি কাজ করেছেন, সেটা একটু বড় গলায় বলেন। নাকি আপনাদের তিন বছরে আপনারা জনগণ থেকে ট্যাক্স কম নিয়েছেন, সেজন্য রাস্তাঘাট ঠিক করতে পারেন নি।
মানুষ নিরাপদ সড়কের অভাবে কয়েক কিলোমিটার দুরে তাদের বাড়ীতে যেতে পারেনা।
দ্রব্যমূল্যের উচ্চমূল্যের জন্য ঠিকমতো খেতে পারেনা। সেই জনগণের ভোটে নির্বাচিতরা জনগণের এই দুরবস্থা নিয়ে অযথা বকবক করছে। জনগণের দুরবস্থা দূর করার জন্য কাজ করুন। মানুষতো বেশি কিছু চায় না। দুবেলা খেতে চায়।
একটা কাজ চায়। রাস্তা থেকে নিরাপদে বাসায় ফিরতে চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।