আমাদের কথা খুঁজে নিন

   

হারামীর ফোনে অবিশ্বাস্য স্পীড!!!!!!!!!!!!!!!!!!!!!!! অবাক না হয়ে পারবেন না।

যুক্তিবাদী, কিন্তু তালগাছবাদী না। ছাগু আর ভাদা দের ২১ হাত দূরে থাকার জন্য আহ্বান করছি। গ্রামীনফোনের নেট স্পীড এর নাম শুনলেই আমাদের সবার মনে হয় কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার কথা মনে পরে। সেক্ষেত্রে হারামীর ফোন অবশ্যই কচ্ছপের স্থান দখল করবে কিন্তু কেমনে কেমনে যেন এর শেষপর্যন্ত প্রতিযোগিতায় জয়লাভ করে। সরকার দেশে ব্যান্ডউইথ এর দাম কমালো কিন্তু আমরা সাধারন মানুষেরা শুধু শুনেই গেলাম, এর কোন প্রভাব আমাদের উপর পড়লোনা।

যদি আমরা ভালো একটা নেট স্পীড পেতাম তবে কতই না ভালো হতো!!!!! আমাদের দেশে যেখানে ৫১২KBPS স্পীড হলেই ব্রডব্যান্ড ধরা হয়। সেখানে 3G এর সুযোগ সুবিধা পাওয়ার কথা এখনও কল্পনা। সরকার সামনে 3G লাইসেন্স দেওয়ার কথা ভাবছে, তবে তা কতদিনে স্বপ্ন থেকে বাস্তবে আসবে তা নিয়ে সন্দেহ ই আছে। যাই হোক এমনিতেই আমি গরীব থেকেও গরীব আমার সাধারনত নেট স্পীড থাকে 4KBPS এর নিচে। তাই বড় বড় কথা আমার মুখে মানায়না।

কিন্তু হঠাত অবাক হলাম গ্রামীনফোনের অপ্রত্যাশিত স্পীড দেখে। তার কি নেট স্পীড বাড়ানোর কোন কাজ ই করছে কিনা কে জানে, কিন্তু এত স্পীড তো বাংলাদেশে আশা করা ও বাতুলতা হয়ে যায়। তবু দুইদিনের ফডু তুলে রাখছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি । দেখেন আর টাশকী খান কত স্পীড রে !!!!!!!!!!!!!!!!!!!! প্রথম দিন । যখন এটা দেখি তো আর একটু হলে চেয়ার থেকেই পরে যাচ্ছিলাম Rec. speed 6.4MBPS????? আর upload speed 1.8MBPS আবার দ্বিতীয় দিন এদিনের অবস্থা তো আরো ভয়াবহ, তবে আগে এদিন দেখছিলাম তো তাই অত ভয় পাইনি।

Rec. speed 13.8MBPS????? আর upload speed 2.0MBPS তৃতীয় দিন/ রাতে এদিন সর্বোচ্চ রিসিভ স্পীড পেলাম 14.9 MBPS, যদিও এই স্পীড হঠাত করে ওঠে আবার নেমে গিয়েছে কিন্তু এত্ত বেশী স্পীড পেয়েছি ভাবতেই অবাক লাগে। আপনারা ও কি এই অবস্থায় পরছেন নাকি ভাইয়েরা????? নাকি আমি একাই????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.