আমাদের কথা খুঁজে নিন

   

হারামীর ফোন

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

কথাটা আমার না। আমার এক বন্ধুর কাছ থেকে প্রথম শুনেছি। যদিও ৬০ভাগ লোকের মনের কথা এটা। যখন প্রথম শুনি,কথাটা খুব গায়ে লেগেছিল। কারণ,শুরু থেকে আমি গ্রামীণফোনের ব্যবহারকারী।

তাই বন্ধুকে গালিটা ফেরত দিয়েছিলাম দ্বিগুন উতসাহে। যাইহোক,আজ সন্ধেবেলা এই গালীর আসল মর্ম টা বুঝলাম। আমি গ্রামীণফোনের প্যকেজ ৬ ব্যবহার করি। তাও আবার আমার ফোন সেটের ডাটা কেবলের সাথে আমার কম্পিউটারের সংযোগ দিয়ে। গত মাস থেকে ব্যবহার করছি।

তো জিপি সর্বশেষ যে খুদে বার্তা দিয়েছিল,তাতে লেখা ছিল,নেট লাইন মেয়াদের শেষ তরিখ ২১ মার্চ। আজ ১৮ তারিখ। খুব ভালভাবেই আমার মনে ছিল। তাই নিশ্চিন্তেই ছিলাম বেশ। ফেসবুকে ছিলাম।

১ ঘন্টা বোধহয় হয়নি,নাকি হয়েছে। ১টা ব্লগ লিখবো লিখবো ভাবছি। এমন সময় নেট লাইনটা চলে গেল। ভাবলাম এটা তো প্রায় ই হয়। আবার চেস্টা করি।

কয়েকবার করলাম চেস্টা। কোন কাজ হল না। কিছুটা হতাশ হলাম। ভাবলাম,কম্পিউটারটাকে একটু বিশ্রাম দেই। ওটা বন্ধ করে ফোন হাতে নিলাম।

এই বার আমার অবাক হবার পালা শুরু হল। ফোনে ডায়াল করতেই জানান দিল ফোনের টাকা শেষ। আমি তো আকাশ থেকে পড়লাম। বলে কী!আজ সকালে ৩৬০ টাকা ফ্লেক্সিলোড করেছি। শেষ হল কী করে?!কথা শেষ করে ফোনের টাকার পরিমান দেখা আমার বহুদিনের অভ্যাস।

আজ ও তার ব্যতিক্রম হয়নি। স্পস্ট ই মনে আছে কম্পিউটারের সাথে সংযোগ দেবার আগে ফোনে ঠিক এই পরিমান টাকাই ছিল। তাহলে? আকাশ পাতাল ভাবছি। কী করে শেষ হল আমার সারা মাসের ফোনের বাজেট মাত্র ১ ঘন্টায়!হঠাত নেট লাইন চলে যাবার কথাটা মাথায় আসতেই আর বুঝতে বাকি রইলো না আসল ঘটনা। জিপি ই টাকাগুলো কেটে নিয়েছে।

মেজাজটা এত খারাপ লাগলো যে বলার না। একেই বোধ হয় গলাকাটা বলে। মানে এভাবেই বুঝি কেউ কারও গলা কাটে । জিপিও যে তার ভোক্তাদের গলা কাটছে অন্যায়ভাবে তাতে আর সন্দেহ কী! কিন্তু এ অন্যায় কী আমাদের এভাবেই সয়ে যেতে হবে?জিপির কী উচিত ছিল না আমাকে সতর্কীকরণ ১টা খুদে বার্তা দেয়া?ওরা তা না করে আমাকে কিছু না জানিয়ে টাকা কাটলো!এটাতো চুড়ির শামিল!তার মানে জিপি ১ট চোড়। মেয়াদ ফুরোবার আগেই যে কেন ওরা টাকা কাটলো বুঝলাম না।

তাই চোড় না বলে উপায় নেই। এ তো গেল ১দিক। ওদের কলরেটের কথা কী আর বলব!দেশের সবজায়গা নেটওয়ার্ক নিশ্চিত করে যেন সবার মাথা কিনে নিয়েছে জিপি। প্রতিদিন আবার খুদে বার্তা পাঠায়। কিন্তু কাজের বার্তা ১টা ও না।

যাইহোক,ওদের প্যাচাল বলে শেষ করা হয়তো যাবে না। ওদের উপর যে ভোক্তারা সন্তুস্ট না এটাও কী ওরা বোঝেনা?হয়তো বোঝে। দেশটা বাংলাদেশ আর মানুষগুলো বাংগালী বলে ই হয়তো জিপির এই অন্যায় অত্যাচার এখোনো চলছে। আর কয়দিন চলবে স্বয়ং স্রিস্টিকর্তাই জানেন। তবু ও সবাইকে বলছি জিপি র এই লোক ঠকানো কার্যক্রম আর অনাচার সম্পর্কে সবাই সচেতন হন,সোচ্চার হন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.