উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নির্মিত হতে যাচ্ছে "নিউ নোআ'স আর্ক" বা 'নতুন নূহর নৌকা'। বাইবেলে যাদের বিশ্বাস নেই বা বাইবেলে বর্ণিত গল্পগুলোর ব্যাপারে যারা সন্দিহান, তাদের অবিশ্বাস ও সন্দেহ দূর করতেই বাইবেলে বর্ণিত নূহ (আ.)-এর নৌকার এ প্রতিকৃতি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য এরই মধ্যে সেখানে ১৫৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্প নেওয়া হয়েছে।
বাইবেলের গল্প অনুসারে, পৃথিবীজুড়ে আসা এক ভয়াবহ বন্যার (মহাপ্লাবন) সময় ৫০০ ফুট দীর্ঘ ও ৮০ ফুট উঁচু ওই বিশালাকার নৌকা তৈরি করেছিলেন নবী হজরত নূহ (আ.)। ওই নৌকায় তিনি মানুষ এবং বিভিন্ন প্রাণীর জোড়া তুলে নিয়ে ধ্বংসের হাত থেকে পৃথিবীর মানুষ ও প্রাণিকুলকে বাঁচিয়েছিলেন।
কিন্তু নূহ (আ.) কি সত্যিই অত বড় একটি নৌকা করতে পেরেছিলেন বা পারলেও এতে এত প্রাণীর স্থান সংকুলান সম্ভব হয়েছিল কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ও সন্দেহ। আর মানুষের এসব প্রশ্নের উত্তর দিয়ে মনের ভেতর থেকে সন্দেহ ও অবিশ্বাস দূর করতেই কেন্টাকিতে ওই নৌকা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে নেওয়া ওই প্রকল্পের ম্যানেজার মাইক জোভাথ জানিয়েছেন, প্রকল্পটির আওতায় একটি ধর্মীয় থিম পার্ক গড়ে তোলা হবে। সেখানে বাইবেলের সময়কার একটি পুরনো আদলের গ্রাম নির্মাণ করা হবে। নৌকাটিতে বাইবেলে বর্ণিত আরো অনেক জিনিসপত্রের নমুনা যোগ করা হবে।
আর এর সবই করা হবে যেন মানুষ এটি দেখে বুঝতে পারে, ঈশ্বরের প্রতিটি কথাই সত্যি, এগুলো কোনো কেচ্ছা-কাহিনী নয়।
জানানো হয়েছে, আগামী বছরের শুরুতেই এ প্রকল্পের কাজ শুরু হবে। দক্ষ কলাকুশলী ও শিল্পীরা এর নকশা ও কাজের তত্ত্বাবধান করছেন।
সূত্র : কালের কন্ঠ, টাইমস অব ইন্ডিয়া অনলাইন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।