আমাদের কথা খুঁজে নিন

   

যারা তৈরি করতে চান তারা এদিকে আসুন। ইলাস্ট্রেটরে ফুটবল তৈরি।

আমি নতুন তাই ভুল হলে মাফ করে দিবেন। এটি আমার প্রথম টিউন।
এই ফুটবল টিই আমরা বানাব। তাহলে শুরু করা যাক । প্রথমে আমাদের একটি ডকুমেন্ট নিতে হবে ।

যার সাইজ হবে ৬১২ ওয়াইড আর হাইট হবে ৭১২। তাহলে নিচের মত পেজ আসবে। এর পর টুল মেনু থেকে  পলিগন টুল সিলেক্ট করতে হবে ।
এর পর এই পলিগন টুল দিয়ে একটি বিত্ত আকতে হবে ।
এর পর এটার অনেক গুলো কপি করে নিন।


তার পর সেই কপি গুলো বিরিন্ন কালার দিয়ে ফিল করুন
। এর পর টুল মেনু থেকে ইলিপস টুল সিলেক্ট করুন
। তারপর কি বোড থেকে সিপ্ট চেপে ধরে এক্কটি বিত্ত আকুন ঠিক নিচের মত করে।
এর পর উইন্টডো মেনু থেকে পাথ ফাইনডার অপশান টী নিয়ে আসুন।
এই অপশান এর নিচে ডিভাইড নামে একটি মেনু আছে।

সেখানে ক্লিক করুন । তার আগে সবগুলো সেপ সিলেক্ট করে নিন। তার পর ডিভাইড করুন। এর ফলে সব ডিভাইড হয়ে যাবে।
এর পর বাহিরের অংশগূলো ডিলেট করে দিন


তাহলেই আমরা পেয়ে যাব আমাদের  সেই ছবি।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.