আমাদের কথা খুঁজে নিন

   

ইস্পাতের চেয়েও ঘাতসহ হবে মানুষের ত্বক!!!

সম্প্রতি গবেষকরা দাবি করেছেন, মানুষের ত্বক বা চামড়া হবে স্টিলের চেয়েও দশগুণ ঘাতসহ। এ চামড়া ভেদ করে এমনকি বুলেটও যেতে পারবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় এমন চামড়া উদ্ভাবনে সাফল্যের দাবি করেছেন নেদারল্যান্ডের গবেষকরা। খবর ডেইলি মেইল-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডাচ গবেষকরা দাবি করেছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনী এবার সত্যি হচ্ছে।

মানুষের চামড়া তৈরিতে মাকড়সার জাল থেকে তৈরি সিল্ক এবং ছাগলের দুধ ব্যবহার করেছেন গবেষকরা। জানা গেছে, ডাচ গবেষকরা জেনেটিক প্রক্রিয়ায় জন্ম নেয়া ছাগলের দুধ থেকে এক ধরনের প্রোটিন আহরণ করেছেন। একই জাতীয় প্রোটিন পাওয়া যায় মাকড়সার জালের মতো সিল্ক থেকেও। এ দুইয়ের মিশ্রণ ঘটিয়ে গবেষকরা এমন একটি উপাদান তৈরি করেছেন যা স্টিলের চেয়েও শক্ত এক ধরনের ফেব্রিক তৈরি করতে পারে। গবেষকরা জানিয়েছেন, এ ফেব্রিকটি মানুষের চামড়ার সঙ্গে জুড়ে দেয়া সম্ভব।

ফরেনসিক জিনোমিক্স কনসোর্টিয়াম-এর গবেষক জালিলা ইসায়িদী জানিয়েছেন, ‘স্পাইডারসিল্ক’ নামের এ প্রকল্পে বলা হচ্ছে- ‘২.৬ গ্রাম ৩২৯ মিটার পার সেকেন্ড’, যা আসলে আসলে .২২ ক্যারিবার বুলেটের ভর ও গতি। গবেষকরা জানিয়েছেন, এ সিল্ক ভেদ করতে পারেনি .২২ ক্যালিবার বুলেটও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।