আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর কবিতা ঃ জননীর স্তনে ইস্পাতের বেড়ী



কেউ নেই আজ , কোন খানে কেউ নেই এখনো আমার জননীর বুকে শ্বাপদের উল্রাস । ভাইএর বোনের রক্তে রাঙানো সবুজ দূর্বা ঘাসে দুধ রাজ সাপ চুষে নিয়ে যায় দুধ চুরি করে দিনে দুপুরে । কেউ নেই আজ কোনখানে কেউ নেই ক্রোধে ও ঘৃনায় জ্বলে উঠেনা এখন আর কেউ দুর থেকে সবে দেখে আর শুধু বিবৃতি দেয় ব্যানারের রঙে মুখ মুছে আর উজ্জল হয় নিজেরা সবে । কেউ বলেনা কেউ চলেনা ,-কেউ ছিড়ে না খুনীর মুখোশ সকলেই শুধু কাঁখের কলসি ভরে ভরে আজ - জোস্না কুড়ায় । অমাবশ্যায় শ্বাপদেরা দেয় জননীর স্তনে লোহার বেড়ী দুধের অভাবে মায়ের সাহসী ছেলেরা মরে অন্ধকারে নেকড়েরা সব তর্জ্জনী তুলে গর্জন দেয় দিনে দুপুরে- বাঘেরা হয়েছে শৃগালের মতো নিজ বাস ভূমে জননীর দেহ ক্ষত বিক্ষত শ্বাপদের নখে। কেউ নেই আজ কোনখানে কেউ নেই আঁধারে সবাই মায়ের নগ্ন দেহের ভাজে স্বাধীনতা খুজে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।