আমাদের কথা খুঁজে নিন

   

ইস্পাতের ছুরি



আলো আর অন্ধকারের রোমহর্ষ খেলার ভেতর অক্ষমের আক্রোশের মতো ইস্পাতের ছুরি সময়কে ফালা করে। অ্যাক্রোবেটের লাফানো দড়ির মতো পাক খেতে খেতে জীবনসত্য কিংবা দ্রোহ কশেরুকা ভেঙে নুয়ে যাচ্ছে অদৃশ্য শক্তির ভেতর। ভাঙাচোরা এলোমেলো নমনীয়তাকে দুর্বলতা ভেবে সময় চেখে নিচ্ছে চর্ব্যচুষ্যলেহ্য আর অঙ্গুলি মুখে পুরে সিটি দিচ্ছে কেউ। স্মৃতি নদী আটকে যাচ্ছে চরে স্নায়ু ও করোটির ভেতর যুদ্ধমন্ত্র ওড়ে আর অবনত ক্লান্ত সাহসীরা হাঁটু গেড়ে বসে ঈশ্বরের অনুকম্পা চায়। (কালি ও কলমের সৌজন্যে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।