বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... । ওয়েবে থাকেন অথচ মাথা পুরাডা সময়ই ঠান্ডা থাকে,এমন বান্দা আসিমভের বইয়ে পাইলেও বাস্তবে পাইবেন না। আর টেলিকমরে অন্তর্জালের বাইরে ভাবার বান্দাও আমি না। মাঝে মাঝেই তাই আমারো কিছু প্রতিষ্ঠান আর কিছু ব্যক্তির পুন্মারার ইচ্ছা তেব্র হৈয়া উঠে।
সবার আগে পুন্মারার ইচ্ছা হৈলো এয়ার্টেলের।
বিপাশার গোপন সংবাদ জাননের খায়েশ অন্যদের থাকলেও হিজড়াকূলে আমার সর্বদাই অ্যালার্জী,রনবীর কাপূরের চাড্ডির রং হলুদ হৈলেও আমার কোনো বাসনা ঝইরা পড়েনা,ক্যাটরিনার মাজার মোচড়ানী সময়বিশেষে উপভোগ করলেও মাইঝরাইতে ঘুম ভাঙাইয়া মেসেজ দিলে মেজাজ খারাপ না করার মত পয়গম্বর আমি না। মাগার এই এয়ার্টেল কোন নটনটীর কি কি গোপনকেচ্ছা আছে, তা জানাইতে ব্যাকুল হৈয়া আছে ! তো আমার কি বে ?কাস্টোমার কেয়ারের ভোদাইগুলারে এইসব সোগ্মারা মেসেজ ব্লক করনের লিগা ফুনাইলে হ্যারা আবার ১৫ দিনের ''বিশেষ সম্ভোগ'' সময় চায়,তখন মনে হয় ১৫ দিন ধৈরা এয়ার্টেল আর তার তাবৎ পর্ষদগুলারে গনপুন্মারা দেই। পাব্লিকে নেটে বইসা বিপাশার জাপ্টাজাপ্টিভিডিও ডাউনলোড কৈরা ফালাইতাছে,আর এই বোকাদাচুরা ওয়ালপেপার নামানের লিগা মেসেজ পাঠায় !! জিপি ব্ল্যাকবেরি সার্ভিস দিতাছে ২০০০ টাকায়,আপ্নেরা ৯০০টাকায় একই সার্ভিস ক্যামনে দিতাছেন-জিজ্ঞেস করার পর সুন্দরী ( কল্পনাতে কেউরে খারাপ ভাবতে ইচ্ছা হয় না )কয়,''স্যার,আমাদের সার্ভিস তাদের চেয়ে উন্নত... আরো বেশি সিকিওরড... সব আপনাদের সুবিধার্থেই কম দামে ,তাই স্যার... '' !! কয় কি ?? ব্ল্যাকবেরী কি দুইরকমের সার্ভিস দ্যায় নাকি ?? তোম্রাতো মেসেজ দিয়া বলিউডের গোপন খবর দিতে চাও,এইবার এয়ার্টেলরে একটা গোপন কথা আমিই জানাই,অন্তর্জালে আমিই তোমাদের পুন্মার্তে চাই।
অফিসের ভিতরে ঢুকলে একটা মোবাইলেরই নেটওয়ার্ক থাকেনা,সেইটা হৈলো বাংলালিংকের। এই হালাগো সিইওডা মিশরের আপরাইজিংয়ের সময় ক্যান শহীদ হয় নাই,তা নিয়া একটা বিশাল গবেষনা হৈতে পারে।
৪ -৪ ডা ব্যাডাবেডি হারাদিন ধেইধেই কৈরা নাচতাছে,কানের ভিতরে আঙুল না কি জানি ঢুকাইয়া !! সেই জন্যই নেটওয়ার্কের জন্য আমজনতার কান্দন ওগো ইয়ের ইয়ের ইয়ে হয় না। বেডিগুলার ওড়না জায়গা থিকা সইরা উইঠা গ্যাছে গলায়,আর ব্যাডাগুলার গলার ওড়না নাইমা আসছে বুকের উপ্রে--- এই হইলো উল্টাপাল্টা বাংলালিংক !! ইন্টারনেট নাম দিয়া একখান জিনিস ছারছে ৬৫০ টাকা দিয়া। ঐডা দিয়া অ্যান্ড্রোমিডার কসম কাইটা কৈতে পারি,গুগলের হোমপেজেই সারাদিন ঘুরাঘুরি করবেন,আর কোত্থাও না। পুন্মাইরা এক্কেবারে কমলা কালার কইরা ফালাইতে মন্চায় !!
ওয়াইম্যাক্স আইছে বইলা কয়েকদিন খুব লাফাইছিলাম। এখনও লাফাইতাছি,তয় লাফাইতে লাফাইতে পুন্মারার লিগা।
বাংলাবিলাই আর কিউবি নামের দুইটা কোম্পানী আইছে,অফারের চোটে পার্লে বাসায় গিয়া মডেম ধরায়া দিয়া যায় । কাস্টোমার হওনের পর থিকা শ্লার কারোরেই জায়গা মত মহল্লায় খুইজা পাইনা। কাস্টোমার কেয়ারে বসাইছে কিছু বেকুবরে। আমার ১এমবিপিএস এর লাইনে ১২৮ কেবিপিএস স্পিড পাওনের সাথে অগো সফটওয়্যার ৩/৪ বার কৈরা ইনস্টল-আনইনস্টল-মজিলা আনইনস্টল-আইডিমএম আনইনস্টল-অ্যান্টিভাইরাস আনইনস্টলের কি সম্পর্ক আমি কখনোই বুঝিনা। পার্লে হালকা কৈরা কম্পুইটার বুট মারনের বুদ্ধিও কেউ কেউ ইঙ্গিতে দেওনের চেষ্টা করে!! আমি যতই কই,আমার লাইনে দেখাইতাছে ১২৮ পাইতাছি,বেডিগুলা কয় ''পিসি আরেকবার রিস্টার্ট দিয়ে দেখুন স্যার'!! চুলটা ধৈরা .....দিতে ইচ্ছা করে !তুমি বরং গাউছিয়া গিয়া ফুচকা খাও,এইগুলা তোমারে দিয়া হৈবোনা।
নকিয়ার প্রডাকশন আর ডিজাইনিংয়ে যেই ব্যাডা আছে ,তারে আমার পুন্মারার শখ অনেকদিনের। আবালের মত দাম দিয়া এস্মার্টফোন বানাইছে,ভিত্রে সব সামুর মত স্লো পার্টস। দুনিয়া যেইদিকে ডুয়ালকোর প্রসেসর বানাইয়া বৈসা আছে,এইগুলা ৪২হাজার ট্যাকা দিয়া ৬৮০ মেগাহার্টজের সেট দ্যায়!! ওভি স্টোর নামের একটা আবালখানা খুইলা রাখছে,দুনিয়ার যত সস্তা ফালতু অ্যাপ্লিকেশন দিয়া ভর্তি। দুনিয়ার অন্য কোম্পানীগুলা যখন লাখের উপ্রে অ্যাপ্লিকেশন দিতাছে,সেইখানে চ্যাটের স্টোর ১০ রকমের কলব্লকার আর যাবতীয় সুরা দরুদের লগে 'হনুমানজি কি জয়' টাইপের অ্যাডভেন্চার অ্যাপস্ দিয়া হাপাইতাছে। সেটের লগে পিসি কানেক্ট কর্লে আবার তারে ঘাড় ধইরা দেখায়া দেওন লাগে কিসের সাথে তারে বিয়া দিলাম! সিম্বিয়ান ওএস কবেই মরছে,এই খবরটা ব্যবাক দুনিয়ার মানুষ জানলেও নকিয়ার সিইও জানেই না,আকাশের দিকে তাকাইয়া বিল গেটসের পুন্মারা খাইতাছে।
মর শ্লারা!
বাঙালীরে যতদূর চিনা যায়,কোনো দিন আরেকজনরে বড়লোক হওনের রাস্তাটা কয় না। কিন্তু এই সামু ব্লগেই দাতা হাতেম তাঈয়ের অভাব নাই। ক্লিকাইয়া ক্লিকাইয়া বড়লোক বানাইয়া দেওনের মহৎ উদ্দেশ্য নিয়া হ্যারা ইয়ের ইয়ে ফালাইতে আইছে। এইসব পিটিসি সাইটগুলার জ্বালায় মরার ব্লগিং কি জিনিস ভুইলা যাই,মাঝেমইধ্যে মনে হয় সায়েদাবাদ-সদরঘাটে ঢুকলাম নি!!দুনিয়ার যত আলবালছাল বিষয় নিয়া হ্যারা ব্লগ খুইলা গুগোলের অ্যডসেন্স দিয়া ইনকামের ব্যবস্থা করতে আইছে। রাস্তায় গিয়া দুইডা খুচরা মলম বেচলেও এর চেয়ে তাড়াতাড়ি বড়লোক হৈতে পার্তো।
সামুডারে বানাইয়া ফালাইছে ডিজিটাল হাটবাজার। আর কতগুলা আছে,খালি কপি-পেস্টানো কাম,দ্যাখলেই উষ্টানোর কথা মনে আসে। সামুতে কি নয়াদিগন্ত-প্রথমালোর খবর পরতে আইছি নাকি বে?সবগুলারে এক লাইনে দাড়া করাইয়া পুন্মাইরা দিতে ইচ্ছা করে।
ফেসবুকের মাফিয়া আর তাবৎ ফার্মারকূলের সাথে সাথে বাঙালী ''নেট পাইছি তাই গ্রুপ খুলছি'' টাইপের অ্যাডমিন গুলার জ্বালায় ফেসবুকে থাকতে পারিনা। হারাডা দিন নোটিফিকেশনের জ্বালায় অস্থির হৈয়া গ্যালাম।
তর মাফিয়ার লোক কৈমা গ্যাছে,তো আমার কি ??তর মাছের অ্যাকুরিয়ামের পানি খালি হৈয়া গ্যাছে,তাতে আমার কি ?? তর জমির পাশে ফার্মভিলা খুইলা চাষাবাদ করার লোক লাগবো,আমিই ক্যান?? ''ব্রো,ড়েস হোবে,ওয়ানা বি অ্যা গ্যাংস্টাহ ??'' --তর বাঙালী কুত্তার ইংলিশ বোলের খ্যাতা পুরি ,লগে তোর গ্রুপের এইসব বালছালমেসেজের !!! '' দাজ্জাল হ্যাজ বিন আইডেন্টিফাইড'' -- একটা ফেইক বেডি নিকরে দেখি হারাদিন স্প্যামিং কৈরা যাইতাছে!! যাস না দাজ্জালরে ধৈরা দুইডা দিয়া আয়,আমার ওয়ালে কি ?? এইসব আজাইরা কামে বিজি পাব্লিক গুলার নোটিফিকেশনে অস্থি হৈয়া ব্লকাইতে থাকি,মাগার গ্রুপগুলা ক্যামনে ক্যামনে জানি খবর পাইয়া সুস্থির ও সুশৃংখলভাবে আরো অ্যাড করে!! কই যাই !! পুন্মারা লিস্টে তখন এইগুলার পাশাপাশি জুকারবার্গও চইলা আসে।
আর শেষে সামুর পেজলোডিং টাইমের ব্যাপারে কি করা যায়,আপনেরাই কন ।
বি.দ্র.ব্লগার পাগলা গারদের ওয়ার্ডেন সামহাউ এম.আই.এ । ওনার সেইসময়ের ''অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই'' পোস্টের পরের আধুনিক ভার্সন হিসাবে এই পোস্টের সৃষ্টি। অশ্লীলতা বোধে আক্রান্ত ব্যক্তিমাত্রই দূর্যোধনের পোস্ট হতে দূরে থাকবেন,কারন দূর্যোধন মাত্রই খারাপ কথা বলে অভ্যস্ত।
মানসিক ভাবে ১৮ বা তদূর্ধ ব্যক্তি মাত্রই দূর্যোধন কতৃক সর্বদা সমাদৃত,বাকিরা '' দূরে খেলিতে যাও'' । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।