আমাদের কথা খুঁজে নিন

   

দেশের মানুষ ও কম্পানিদের নিকট প্রচুর টাকা তাই লাকসাম-চাঁদপুর রেললাইন সংস্কারের কাজ পেল ভারতীয় ঠিকাদার।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৫৫ কিলোমিটার রেললাইন সংস্কারে ভারতের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার। মেসার্স কালিন্দি রেল নির্মাণ লিমিটেড নামের এই প্রতিষ্ঠান ১০৮ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং কালিন্দি রেল নির্মাণ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মহিন্দর কুমার গ্রোভার এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের জুন মাসের মধ্যে এ রেললাইনের সংস্কার কাজ শেষ করতে হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। সংস্কারের ফলে লাকসাম-চাঁদপুর লাইনে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে বলে অনুষ্ঠানে জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, "সরকার রেল খাতকে আরো যুগোপযোগী ও সেবাবান্ধব করতে কাজ করেছে। প্রয়োজনীয় সংখ্যক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি রেল ট্র্যাক নির্মাণ ও পুনর্বাসনের কাজও চলছে। " এর অংশ হিসেবে ২১ অগাস্ট থেকে ঢাকা-রংপুর রুটে নতুন আন্তঃনগর ট্রেন 'রংপুর এক্সপ্রেস' চালু করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, "রাস্তাঘাট খারাপ থাকায় ঈদে রেলের ওপর চাপ পড়বে। এজন্য বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন দেওয়া হবে। " অনুষ্ঠানের বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, সরকার গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে যে সব কর্মসূচি নিয়েছে তার মধ্যে চাঁদপুর-লাকসাম 'সেকশন' অন্যতম। ব্রিটিশ আমলে আসাম-বেঙ্গল রেলওয়ের তত্ত্বাবধানে নির্মিত লাকসাম-চাঁদপুর সেকশনে ১৮৯০ সালে ট্রেন চলাচল শুরু হয়। অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলবিভাগের সচিব ইবাদত আলী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জেকে/১৭৩৪ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.