ফ্রন্ট সাইড
জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের এই সিরিজে ৩-০ তে পিছিয়ে রয়েছে সাকিব বাহিনী। এই সিরিজের প্রতিটি বিভাগে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তিন দিনের ম্যাচ দিয়ে সাকিব-তামিমদের দুরবস্থা শুরু হয়েছে সেটা বজায় রয়েছে ওয়ানডে সিরিজেও। বাংলাদেশ দলের মতো দুরবস্থা জার্সিতেও।
জিম্বাবুয়ের বিরুদ্ধে যে জার্সি পরে মাঠে নামছে সাকিবরা তাতে দেশের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। জার্সির রং নিয়ে চারদিকে চলছে হাসি তামাশা। বর্তমানের জার্সিতে লাল সবুজের চেয়ে হলুদের আধিক্য বেশি দেখা যাচ্ছে। জার্সির ডিজাইন নিয়ে প্রশ্ন উঠেছে। স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোনের দুটি লোগো থাকলেও দেশের নাম দেখা যাচ্ছে না।
জার্সি দেখে মনে হচ্ছে এটা গ্রামীণের কোন দল? নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেট সংগঠক বলেন, ১১ বছর ধরে টেস্ট অঙ্গনে খেলছে বাংলাদেশ। কিন্তু এতদিনেও একটি নির্দিষ্ট জার্সি হলো না। জিম্বাবুয়ের বিরুদ্ধে যে জার্সি পরে খেলছে তাতে তো বাংলাদেশের নাম নাই। এটা জাতির জন্য দুঃখজনক।
ব্যাক সাইড
সুত্র- View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।