গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে) দায়িত্বে অবহেলার কারণে সড়ক বিভাগে বদলি হিড়িক, ঈদের ছুটি বাতিল
দায়িত্বে অবহেলার কারণে ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও গাজীপুরের নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। সড়ক বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে তার স্থলে থেকে। সড়ক ভবনের দায়িত্বরত রোড ডিজাইনার এন্ড স্টানডার্ড বিভাগের শেখ মোহাম্মাদ সফিকুল আলমকে গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমানকে কুমিল্লা সার্কেলে বদলি করা হয়েছে। কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খানকে ঢাকা সার্কেলে বদলি করা হয়েছে।
এছাড়া সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামকে রংপুর জোন হতে সড়ক ভবনে বদলি করা হয়েছে, সড়ক ভবনে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে রংপুর জোনে বদলি করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপনে আজ দুপুরে এ বদলির আদেশ জারি করেছে। সড়ক ভবনে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দলিল উদ্দিনকে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্র“ভ প্রজেক্টের পরিচালক পদে বদলি করা হয়েছে। সারা দেশে সড়ক বিভাগের সংস্কার ও মেরামত কাজের জন্য প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছেন যোগাযোগ মন্ত্রনালয়। দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে বদলি করা হয়েছে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।