আমাদের কথা খুঁজে নিন

   

টাচস্ক্রিন মোবাইলের যত্ন

টাচস্ক্রিন মোবাইলের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে স্পর্শের মাধ্যমে এ হ্যান্ডসেটগুলো অপারেট হয় বলে এতে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। টাচ মোবাইলে কোনো রকম ঘাম পড়লে এর পর্দা আর কাজ করে না। এ কারণে ঘাম বা পানি থেকে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। টাচ পর্দায় ধুলো-ময়লা, তেল বা পানি পড়লে এর স্পর্শকাতরতা নষ্ট হয়ে যায়।

ফলে টাচস্ক্রিনের মাধ্যমে আর কোনো কমান্ড নেয় না। টাচস্ক্রিন মোবাইল অপারেট করার জন্য অনেকেই টাচপেন ব্যবহার করেন। তবে এ টাচপেন ব্যবহার করার আগে খেয়াল রাখতে হবে এটি পরিষ্কার কি না। কোনো রকম ময়লা টাচস্ক্রিনে স্থায়ীভাবে বসে গেলে এটি আর কাজ করবে না। এ ছাড়াও টাচস্ক্রিন মোবাইলে জোরে চাপ দিয়ে কোনো কাজ করা একেবারেই উচিত নয়।

এতে হ্যান্ডসেটটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যাঁরা রোদে বা অনেক তাপের মধ্যে কাজ করেন তাঁদেরও টাচস্ক্রিন মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। রোদের তাপে টাচস্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে, তাই সরাসরি সূর্যের আলোয় এটি ব্যবহার করা যাবে না। সাধারণ ধুলো-ময়লা পরিষ্কার করার জন্য সাবান বা বিশেষ দ্রবণ ব্যবহার করলে স্ক্রিনের ক্ষতি হবে। পরিষ্কার করার জন্য সব সময় নরম কাপড় ব্যবহার করতে হবে।

পরিষ্কার করার সময় সেট অবশ্যই বন্ধ করে নিতে হবে। অধিক নিরাপত্তার জন্য বিশেষ মোড়ক ব্যবহার করা যেতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।