গাড়িতে নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। গত সপ্তাহে টাচস্ক্রিন ড্যাশবোর্ডের পেটেন্ট পেয়ে গেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে রেডিও শোনা, সবকিছুই নিয়ন্ত্রণ করা যাবে এই টাচস্ক্রিন ড্যাশবোর্ডের সাহায্যে।
পেটেন্টটির জন্য ২০১১ সালেই আবেদন করেছিল অ্যাপল। গাড়িতে অ্যাপলের অপারেটিং সিস্টেম ‘আইওএস’ যুক্ত করা নিয়ে এ বছরের শুরুর দিকে ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে জানিয়েছিল অ্যাপল।
কিন্তু তখন এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি এ সম্পর্কে বেশকিছু তথ্য জানা গেছে। ‘আইওএস৭’-এ এয়ারপ্লে ফিচারযুক্ত, যা ফোনের তথ্য গাড়ির ডিসপ্লেতে পাঠাতে সক্ষম।
ড্যাশবোর্ডের মাধ্যমে ফোনকল, এসএমএস পাঠানো ও গ্রহণ করা, গান শোনা, ও পথের নির্দেশনা দিতে পারবে এটি।
২০১৪ সালে বাজারে আসতে পারে এই প্রযুক্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।