রুহুল আমীন,স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা:এসার সম্প্রতি ঘোষণা করেছে তাদের ক্রোমবুক সিরিজের নতুন ল্যাপটপ ঈ৭২০চ। এটি ক্রোমবুক সিরিজের দ্বিতীয় কোন ল্যাপটপ যা কিনা টাচস্ক্রিন সমর্থন করে। তবে এটি টাচ স্ক্রিন সমর্থিত দ্বিতীয় ক্রোমবুক হলেও এত কম মূল্যে টাচস্ক্রিন ক্রোববুক এটিই প্রথম কারন এর মূল্য মাত্র ২৯৯.৯৯ ডলার।
রেজুলেশনের ১১.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে ছাড়াও এ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল সর্বাধুনিক হ্যাশওয়েল প্রসেসর,ইন্টেল সেলেরন ২৯৫৫ইউ, আছে ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ, ওয়াই-ফাই (ধ/ন/ম/হ), এইচডি ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ এবং ২.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, স্টেরিও স্পিকার।
ক্রোমবুকটি প্রায় ৭.৫ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এটির ওজন মাত্র ১.৩৫ কেজি। এছাড়া ল্যাপটপটির সাথে গুগল ২ বছরের জন্য ১০০ গিগাবাইট গুগল ড্রাইভ স্টোরেজ দিচ্ছে।
ক্রোমবুকটি প্রস্তুতকারক থেকে সরাসরি অনলাইনে অর্ডার করা যাবে এই ডিসেম্বর থেকে।
আমার Facebook page.
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।