আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দী শুভর লজ্জাজনক কাণ্ড!

মাঠের ক্রিকেটে হারছে বাংলাদেশ। খেলায় হারলে ক্ষমা চাওয়া-টাওয়ার বালাই নেই। কিন্তু মাঠের বাইরে এক ক্রিকেটার এমন এক কাণ্ড করেছেন দ্বিতীয় ওয়ানডের পর যে তাঁর জন্য জিম্বাবুয়ে ক্রিকেটের এক কর্মচারীর কাছে ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশ দলের শেফ দ্য মিশনকে। হারারে স্পোর্টস ক্লাব মাঠসংলগ্ন পার্কিং এরিয়ায় অপেক্ষমাণ থাকে বাংলাদেশ দলকে বহনকারী বাস। দ্বিতীয় ওয়ানডের সময়ও তাই ছিল।

তবে ম্যাচের পর সে বাসের সামনে দাঁড়িয়ে ছিল আরেকটি গাড়ি। সে গাড়ির মালিককে আবার খুঁজেও পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার ভদ্রমহিলা ফোন করে সে গাড়ির মালিককে ডেকে আনতে কিছুটা দেরি হয়। তাতেই বিরক্ত হয়ে বাংলাদেশ দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ জিম্বাবুয়ে ক্রিকেটের ওই কর্মচারীকে মধ্যমা প্রদর্শন করেন। চরম অশালীন এ ইঙ্গিতের জন্য তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন লজিস্টিক ম্যানেজার।

বিষয়টি তিনি অবহিত করেন বাংলাদেশ দলের প্রধান শফিকুর রহমান মুন্নাকে। জানা গেছে, ওই ক্রিকেটারের হয়ে ক্ষমা-টমা চেয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি। সূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।